যাদাবিকরাহচ্ছে: ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে টিক্কা খান চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক জায়েদ খান উত্তরায় রেডিমেড ফ্ল্যাট পেয়েছেন।
ফ্যাক্টওয়াচেরসিদ্ধান্ত: মূলধারার জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। জায়েদ খানও ফ্ল্যাট পাওয়ার খবরটি ভুয়া বলে দাবি করেছেন। এই গুজবটা ছড়িয়েছে মূলত আরটিভির একটি ফটোকার্ড-এর মাধ্যমে ,যে ফটোকার্ডটি বিকৃত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। আরটিভির অফিশিয়াল ফেসবুক পেজে এ ধরনের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি, বরং আরটিভির পেজ থেকে চিত্রনায়ক আরিফিন শুভর প্লট পাওয়ার খবরটি ফটোকার্ড আকারে পোস্ট করা হয়। একারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া জায়েদ খানের ফ্ল্যা পাওয়ার এই পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে শনাক্ত করছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ‘মুজিব সিনেমার টিক্কা পেলেন উত্তরায় রেডিমেড ফ্ল্যাট’ শিরোনামযুক্ত আরটিভির ফটোকার্ডটিতে তারিখ দেয়া আছে ২রা জানুয়ারি, ২০২৪। ফটোকার্ডটিতে জায়েদ খানকে আইনশৃঙ্খলা বাহিনীর খাকি পোশাকে দেখা যায়।
ফটোকার্ডে দেয়া খবরের সত্যতা অনুসন্ধানে ফ্যাক্টওয়াচ টিম আরটিভির অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান শুরু করে। কিন্তু আরটিভির ফেসবুক পেজে ‘মুজিব সিনেমার টিক্কা পেলেন উত্তরায় রেডিমেড ফ্ল্যাট’ শিরোনামে কোন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে গত ২রা জানুয়ারি আরটিভির ফেসবুক পেজ থেকে ‘মুজিব সিনেমার নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট’ শিরোনামে ফটোকার্ড পোস্ট করে চিত্রনায়ক আরিফিন শুভর রাজউকের প্লট পাওয়ার খবরটি প্রকাশ করে।
আরটিভির অফিশিয়াল ফটোকার্ডগুলোর স্থিরচিত্র গুলো ট্রাপিজিয়াম আকৃতির হলেও ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো আয়তক্ষেত্র আকৃতির। তাই সার্বিক দিক বিবেচনা করে নিশ্চিত হওয়া যায় ফটোকার্ডটি আরটিভির নয়।
একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে গতবছরের২৭নভেম্বর রাজউক১৮তমবোর্ডসভাঅনুষ্ঠিতহয়।ওইবোর্ডসভাতেইঅভিনেতাআরিফিনশুভরনামে১০কাঠাআয়তনেরএকটিপ্লটবরাদ্দদেওয়াহয়।পরেপূর্বাচলনতুনশহরপ্রকল্পেরদায়িত্বপ্রাপ্তকর্মকর্তাঅভিনেতাআরিফিনশুভরবসুন্ধরাআবাসিকএলাকারবাড়িরঠিকানায়চিঠিদিয়েবরাদ্দেরসিদ্ধান্তজানিয়েদেন।
জায়েদ খান রাজউকের ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়লে ৬ জানুয়ারি, ২০২৪ তারিখে দৈনিক দেশ রূপান্তরকে জায়েদ খান বিষয়টি ভুয়া বলে দাবি করেন। তিনি বলেন ‘কোত্থেকেএমনখবরছড়ালআমিজানিনা।এটিএকটিডাহামিথ্যাকথা।আমিকোনোপ্লটবাফ্ল্যাটপাইনিআরআমারওসবেরপ্রতিলোভওনেই।আমিকখনোকোথাওপ্লটেরজন্যআবেদেনকরিনি, আরআমারনামেকোনোবরাদ্দেরচিঠিওআমিপাইনি।যারাএসবছড়াচ্ছেতারাউদ্দেশ্যপ্রণোদিতভাবেছড়াচ্ছে।একটিগণমাধ্যমযাচাইনাকরেএমনসংবাদকেনকরবেআমিঠিকবুঝলামনা।’
তাছাড়া চিত্রনায়ক জায়েদ খান রাজউক থেকে উত্তরায় রেডিমেড ফ্ল্যাট পেয়েছেন এমন কোন খবর কোন গণমাধ্যমে পাওয়া যায়নি।
অতএব ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে জায়েদ খানের উত্তরায় রেডিমেড ফ্ল্যাট পাওয়ার খবরের কোন সত্যতা নেই। একারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।