দেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মারা গিয়েছেন দাবিতে সম্প্রতি একটি দাবি থ্রেডসে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, জেড আই খান পান্নার মৃত্যুর দাবিটি গুজব। তিনি সুস্থ আছেন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের কোনো সংবাদমাধ্যমে দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে ফ্যাক্টওয়াচ থেকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটির সিনিয়র কো অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ফ্যাক্টওয়াচকে জানান, জেড আই খান পান্নার মৃত্যুর সংবাদটি সম্পূর্ণরূপে গুজব। তিনি বেঁচে আছেন, তবে তিনি সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ ছাড়া দেশের মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এ আজ বেলা ১২ টায় জেড আই খান পান্নাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, মৃত্যুর গুজবের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি। এ সময় তার বাম হাতে ক্যানোলা লাগানো ছিলো। তাকে ধরে ধরে গাড়ি থেকে নামানো হয়।
এ সময় চ্যানেল 24-কে জেড আই খান পান্না বলেন, ‘আমি ভালো আছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবো।’
এসব তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ জেড আই খান পান্নার মৃত্যুর দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: দেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মারা গিয়েছেন দাবিতে সম্প্রতি একটি দাবি থ্রেডসে ছড়িয়ে পড়েছে।
Claimed By: Threads users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh