বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন , সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাফ গেমসে নারী ফুটবল চালু করেছিলেন। তার এই বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। জিয়াউর রহমান এর মৃত্যুর অনেক পরে এই গেমস শুরু হয়েছিল। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ একে “মিথ্যা” সাব্যস্ত করছে।
গুজবের উৎস
বাংলাদেশ নারী ফুটবল দল গত ১৯শে সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এর শিরোপা লাভ করে। এরপর গত ২১শে সেপ্টেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে দেশের চলতি রাজনৈতিক অবস্থা নিয়ে লিখিত বক্তব্য পাঠ করে শোনান । তবে লিখিত বিবৃতি পাঠ শুরুর আগে তিনি বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানান । এ সময়ে তিনি বলেন, ‘সাফ গেমস নারী ফুটবল খেলা চালু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমি পত্রিকায় দেখলাম ডানা (কামরুন নাহার ডানা), যিনি মহিলা ফেডারেশনের একসময়ে প্রধান ছিলেন। তিনি বলছেন, প্রথম টুর্নামেন্টটা বেগম খালেদা জিয়ার সরকারের সময় অনেক বাধা-বিপত্তিকে উপেক্ষা করে শুরু হয়। ’
তবে কত সালে জিয়াউর রহমান এই টুর্নামেন্ট চালু করেন, সেকথা তিনি বলেন নি।
এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে এই খবরটা প্রকাশিত হয়। যেমন দেখুন এখানে , এখানে , এখানে ।
ফেসবুকেও মির্জা ফখরুলের এই দাবিটি অনেকে শেয়ার করছেন। যেমন দেখুন এখানে , এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
২০১০ সালে প্রথমবারের মত SAFF Women’s Championship চালু হয়েছিল। এটি আয়োজন করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। ২০০৯ থেকে এই ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কাজী সালাউদ্দিন।
তবে নির্দিষ্ট কোনো দেশের রাষ্ট্রপ্রধান বহুজাতিক এই টুর্নামেন্ট চালু করেছেন, এমন দাবি কখনো শোনা যায়নি।
অন্যদিকে , জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন ১৯৮১ সালে। কাজেই তার পক্ষে ২০১০ সালে সাফ চ্যাম্পিয়নশিপ চালু করা সম্ভব নয়।
মির্জা ফখরুল তার বক্তব্যের দ্বিতীয় অংশে বলেছেন, ডানা (কামরুন নাহার ডানা), যিনি মহিলা ফেডারেশনের একসময়ে প্রধান ছিলেন, তিনি প্রথম টুর্নামেন্টটা বেগম খালেদা জিয়ার সরকারের সময় অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে শুরু করেন।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে তার এই বক্তব্যের খানিকটা সত্যতা পাওয়া গেল। ২০০৪ সালে বিএনপি সরকারের আমলেই বাফুফের উদ্যোগে ঢাকায় প্রথম মেয়েদের টুর্নামেন্ট হয়েছিল। তবে সেটা সাফ ফুটবল টুর্নামেন্ট ছিল না। সাফ গেমসে নারী ফুটবল অন্তর্ভূক্ত হয় ২০১০ সালে।
তবে জিয়াউর রহমান এর সময়ে সাফ ফুটবল টুর্নামেন্ট শুরুর কোনো সত্যতা পাওয়া গেল না।