সম্প্রতি সামাজিক মাধ্যমে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একটি ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছে। তবে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখেছে যে, আলোচিত ছবিটি সম্পাদিত। মূলত জুনাইদ আহমদ পলকের অফিসিয়াল ফেসবুক পেইজে গত ১৩ ফেব্রুয়ারি ২০১২ এ প্রকাশিত পলক এবং তার স্ত্রীর একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
অনুসন্ধান:
কোটা সংস্কার আন্দোলন, বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন, এবং ফেসবুক-টিকটিক-ইউটিউবসহ বেশকিছু সামাজিক মাধ্যম বন্ধ থাকা প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের বিভিন্ন বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বিগত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। এর মাঝে সম্প্রতি তার একটি ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। “পলক বেশি ফাল পাইরনা। কখন কী বের হয়ে যায় বলা যায়না” – ক্যাপশন সংবলিত এই ছবিটিতে জুনায়েদ আহমেদ পলক এবং একজন নারীকে প্রায়-বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখা গেছে। ছবিটির যথাযথতা যাচাই করতে ফ্যাক্টওয়াচ টিম উক্ত ছবিটির উৎস অনুসন্ধান করে। অনুসন্ধানে জুনাইদ আহমেদ পলকের অফিসিয়াল ফেসবুক পেইজে ১৩ ফেব্রুয়ারি ২০১২ এ প্রকাশিত “Me & Bou ^_^” ক্যাপশন সংবলিত পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা’র একটি ছবি পাওয়া গেছে, যার সাথে আমাদের আলোচিত ছবিটির পারিপার্শ্বিক অবস্থার বেশ মিল রয়েছে। তবে, মূল ছবিতে তাদের দুজনকে পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। মূলত পলক এবং তার স্ত্রীর এই ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
একই ছবি নিয়ে রিউমার স্ক্যানার এবং ডিসমিসল্যাবের ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।
অতএব, উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের পারিবারিক ছবিটি সম্পাদনা করার মাধ্যমে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিকে বিকৃত বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।