বইমেলার স্টলে এই ছবিতে জাফর ইকবাল দাঁড়িয়ে ছিলেন না

Published on: February 19, 2024

বইমেলার একটি স্টলে লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল দাঁড়িয়ে আছেন, এবং সামনে একটি কুকুর দুই পায়ে ভর করে দাঁড়িয়েছে — এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে এটাকে আসল ফটোগ্রাফ হিসেবে ইঙ্গিত করা হলেও অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি এডিটেড ছবি। মূল ছবিটি কমপক্ষে এক বছরের পুরনো, এবং ছবিতে ড. মুহম্মদ জাফর ইকবাল ছিলেন না। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ছবিগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, এই ছবিটা ২০২৩ সালে ভাইরাল হয়েছিল। ৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে জনৈক নাজিউর রহমান নাইম এই ছবিটি আপলোড করে ক্যাপশনে লিখেছিলেন- বইপ্রেমী।

৯ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে Life with “রু” নামক পেজ থেকে এই ছবি পোস্ট করা জানানো হয়, ছবির এই কুকুর ছেলেটার নাম হচ্ছে বিস্কুট,  এবং ও প্রচন্ড ক্ষুধার্ত! না, ও বই দেখার জন্য উঁকি দিচ্ছে না,  ভেতরে নিশ্চয়ই কেউ কিছু খাচ্ছে… সেটা দেখার জন্য উঁকি দিচ্ছে।

কেন জানেন?

প্রতিবছর বইমেলার সময় একটা মাস কুকুরগুলো অসম্ভব কষ্ট করে।  বেড়া দেয়া হয়, গেটের কাছে খাবারের দোকান গুলো বন্ধ হয়ে যায়…  ওদের খাবারের কোন সোর্স থাকেনা।

সেসময় একই দাবি নিয়ে এই ছবি পোস্ট করেছিল আরো বেশ কিছু পেজ এবং প্রফাইল। যেমন দেখুন এখানে , এখানে

এই ছবিতে স্টলে একজন নারী বিক্রয়কর্মীকে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে, এবং তাঁর পিছনে কিছুটা আড়ালে একজন পুরুষ বিক্রয়কর্মীকে বসে থাকতে দেখা যাচ্ছে।

তবে এ বছর ছড়িয়ে পড়া ছবিতে স্টলের একেবারে সামনের দিকে মুহম্মদ জাফর ইকবালকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পেছনের পুরুষ বিক্রয়কর্মীর কাঁধের অংশবিশেষ দেখা  যাচ্ছে।  এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, নারী বিক্রয়কর্মীর ছবির ওপরে জাফর ইকবালের ছবিটি বসিয়ে দেয়া হয়েছে।


                              চিত্র : বামে আসল ছবি এবং ডানে এডিটেড ছবি 

এবছর, ২০২৪ সালে ,১৫ই ফেব্রুয়ারি তারিখে  লেখক ও শিক্ষাবিদ ড মুহম্মদ জাফর ইকবালকে বইমেলায় দেখা গিয়েছে। এদিন তিনি ঔপন্যাসিক মুহম্মদ মোফাজ্জলের উপন্যাস ‘চাষাভুষার সন্তান এর মোড়ক উন্মোচন করেছেন ।  এদিন সংবাদমাধ্যমকে বিভিন্ন বিষয়ে তাঁর মতামতও জানিয়েছেন। প্রতিবেদনের ভিডিওতে তাঁর আশেপাশে প্রচুর দর্শনার্থীর উপস্থিতি লক্ষ করা গিয়েছে।


                       চিত্র : ১৫ই ফেব্রুয়ারি তারিখে একুশে বইমেলায় মুহম্মদ জাফর ইকবাল

বর্তমান মেলার বাস্তবতায় একটি স্টলে কোনো স্টলকর্মী কিংবা সাংবাদিক কিংবা ভক্ত-দর্শনার্থী ছাড়া সম্পূর্ণ একা অবস্থায় মুহম্মদ জাফর ইকবাল দাঁড়িয়ে থাকবেন, এবং সেই স্টল এতটাই নিরিবিলি থাকবে যে একটি কুকুরও নির্ভয়ে সেখানে উকি মারতে পারবে – এমনটা একেবারেই বেমানান।

এছাড়া, লক্ষনীয় যে , এবছরের বইমেলা পরিদর্শনে ড মুহম্মদ জাফর ইকবালের পরণে ছিল নীল রঙের শার্ট, অথচ ছড়িয়ে পড়া ছবিতে সাদা শার্ট দেখা যাচ্ছে। ফলে আলোচ্য এই ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে।

তাই ফ্যাক্টওয়াচ এই ছবিযুক্ত পোস্টগুলোকে বিকৃত হিসেবে বিবেচনা করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh