আইনমন্ত্রী আনিসুল হকের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে?

Published on: July 24, 2023

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের ভিসা বাতিল করেছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির পক্ষে কোনো কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এখনও আনিসুল হকের ভিসা বাতিল সংক্রান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।  এমনকি, দেশীয় বা আন্তর্জাতিক মূলধারার কোনো সংবাদমাধ্যম থেকেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।  সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিত্তিহীন পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের আমেরিকার ভিসা সত্যিই বাতিল হয়েছে কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেশীয় বা আন্তর্জাতিক মূলধারার কোনো সংবাদমাধ্যম থেকে এ সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে,  বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সম্পর্কিত বেশ কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার উদ্দেশ্যে  গত ২৪ মে যুক্তরাষ্ট্র নতুন এক ভিসা নীতি ঘোষণা করেছিল। ঘোষণার আগে গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। ভিসা নীতিতে উল্লেখ ছিল যে, বাংলাদেশের আসন্ন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে সরাসরি বাধাগ্রস্ত করা বা এর সাথে জড়িত থাকা যে কোনো বাংলাদেশি ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যাবে। এই ভিসা নীতিতে নির্দিষ্ট কোনো ব্যক্তির নামের উল্লেখ পাওয়া যায়নি। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভিসা নীতির ঘোষণাপত্রটি দেখুন এখানে।  

 

যুক্তরাষ্ট্র যদি কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে সাধারণত তা বিজ্ঞপ্তি আকারে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যেমনঃ ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের র‍্যাব ও তার ছয় কর্মকর্তার মানবাধিকার লংঘনের দায়ে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং, সর্বশেষ গত ২০ জুলাই যুক্তরাষ্ট্র রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা। 


 

ফ্যাক্টওয়াচ টিম আনিসুল হকের ভিসা বাতিল সংক্রান্ত তথ্যটি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা অন্য কোনো মূলধারার প্রচারমাধ্যমে খুঁজে পায় নি। অপরদিকে, ভাইরাল দাবিটি কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাই এই দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh