ঢাকায় ধারণ করা ভিডিওকে খুলনার গণসমাবেশের বলে প্রচার

Published on: October 24, 2022

সম্প্রতি খুলনা গণসমাবেশ থেকে বিএনপি নেতা কর্মীদের আটক- শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি খুলনার নয় বরং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ধারণ করা। ভিডিওতে ধারণকৃত ঘটনাটি খুলনায় বিএনপির গণসমাবেশের কমপক্ষে দুই সপ্তাহ আগে ঢাকায় ঘটে যাওয়া ভিন্ন একটি ঘটনার।

এমন ভিডিওসহ কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

১১ মিনিট ২০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের একটি গাড়িতে কয়েকজনকে আটক করা হচ্ছে। সেসময় আটককৃতদের বিভিন্ন প্রশ্ন করছিলেন সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল এই ভিডিওতে ঢাকা মেডিকেল কলেজের আংশিক নামসহ নিম্নোক্ত বিভিন্ন লোগো দেখতে পাওয়া যায়। এছাড়া সেখানে থাকা বিভিন্ন সাক্ষাৎকারেও বলা হচ্ছে যে, রাজু ভাস্কর্যের (ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা) সামনে আন্দোলন চলাকালে তাদের উপর হামলা চালানো হয় এবং পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আসা হয়।


উপরোক্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করা হলে, “Bangla News BD” নামের একটি ফেসবুক পেজ থেকে ০৭ অক্টোবর, ২০২২ এ প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে,”ভিপি নুরদের গ্রেফতার, ছাত্রলীগের হামলার পর পুলিশের অ্যাকশন”।  অর্থ্যাৎ, ভাইরাল ভিডিওর ক্যাপশনের সাথে মূল ভিডিওর ক্যাপশনের কোনো মিল নেই।

লক্ষ্য করলে দেখা যাবে, গত ২২ অক্টোবর (শনিবার) খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ভাইরাল এসব ভিডিওতে বলা হচ্ছে, উক্ত ঘটনাটি এই গণসমাবেশের সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের আটক করার ভিডিও। কিন্তু এই ভিডিওটি প্রকাশিত হয়েছে গত ০৭ অক্টোবর। অর্থ্যাৎ, খুলনার গণসমাবেশের কমপক্ষে ১৪ দিন আগের ভিডিও এটি।

এছাড়া, ভাইরাল ভিডিওর সাথে মূল ভিডিওটিতে পাওয়া ঢাকা মেডিকেল কলেজের সাইনবোর্ড পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় ঘটনাটি রাজশাহীর নয়, বরং ঢাকার।


 

ভাইরাল এসব ভিডিওতে আটককৃতদের একজন বলেন, বেলা ৩ টার সময় রাজু ভাস্কর্যের সামনে ‘আবরার স্মৃতি সংসদ’ এর উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে, ভিডিওতে পাওয়া আরোও কয়েকটি সাক্ষাৎকার বিশ্লেষণ করে পুরো বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়।

১। তাদের দাবিতে, রাজু ভাস্কর্যের সামনে “আবরার ফাহাদ স্মৃতি সংসদ” আয়োজিত একটি সভায় বাংলাদেশ ছাত্রলীগ হামলা করলে তারা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়।

২। সেখানে আসার পর পুলিশ তাদের গাড়িতে তোলে। এই ভিডিওটি সেসময়ই করা হয়েছিলো।

 

গত ৭ অক্টোবরের এই ঘটনাটি নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদন পড়ুন এখানে

তবে মূলধারার গণমাধ্যমে গত ২২ অক্টোবরে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশেও পুলিশ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে প্রথম আলো প্রকাশিত অন্য একটি প্রতিবেদন পড়ুন এখানে। তবে এটি নিশ্চিত যে ভাইরাল ভিডিওটি সেই ঘটনার নয়। বরং এর কমপক্ষে ১৪ দিন আগে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের সামনে থেকে ধারণকৃত। এর সাথে খুলনার গণসমাবেশের কোনো সম্পর্ক নেই।

তাই ফ্যাক্টওয়াচ এমন ক্যাপশনসহ ভিডিওগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh