শুক্রবারের বিএনপি’র সমাবেশের তারিখ পুনরায় পেছানো হয়নি

Published on: July 28, 2023

ব্রেকিং নিউজ। দ্বিতীয়বারের মত সমাবেশের তারিখ পরিবর্তন করলো বিএনপি। আগামী ২৯ জুলাই শনিবার বিকেল তিনটায় পল্টনে মহাসমাবেশ – এমন বার্তাসহ একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ২৮শে জুলাই থেকে সমাবেশের তারিখ পরিবর্তন করেনি। বিএনপি বা তার অঙ্গসংগঠনের কোনো ভেরিফাইড ফেসবুক পেজ বা কোনো সংবাদমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস:

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ছড়িয়ে পড়া এসব ফটোকার্দে কোনো সংবাদমাধ্যমের নাম বা লোগো যুক্ত করা নেই। অর্থাৎ কোনো সংবাদমাধ্যম থেকেই এই ফটোকার্ড তৈরি করা হয়নি বরং সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাই এই ফটোকার্ড তৈরি করে উক্ত তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করছেন।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, ২৭শে জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঢাকায় মহাসমাবেশ করার কথা ছিল। তবে ২৬শে জুলাই রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশ একদিন পিছিয়ে ২৮শে জুলাই করার সিদ্ধান্তের কথা জানান।

২৮শে জুলাই এর সমাবেশ এর তারিখ পুনরায় পরিবর্তন সংক্রান্ত কোনো তথ্য কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

বাংলাদেশ জাতীয়তাদী দল- বিএনপি’র বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি সাধারণত Bangladesh Nationalist Party এবং BNP Media Cell– এই দুটো ভেরিফাইড ফসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনগুলোও এই পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। ২৮শে জুলাই এর সমাবেশের তারিখ পরিবর্তন করে ২৯শে জুলাই নির্ধারণ সংক্রান্ত কোনো তথ্য এসকল পেজে পাওয়া গেল না। বরং এসকল পেজ থেকে ২৮শে জুলাই সমাবেশের প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ছবি এবং ভিডিও আপলোড করতে দেখা যাচ্ছে।

 

অর্থাৎ, এটা নিশ্চিত যে ২৮শে জুলাই বিএনপি’র সমাবেশ স্থগিত করা হয়নি। অতএব , ফেসবুকে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh