ছবিতে থাকা ব্যক্তি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য নন

Published on: January 28, 2024

যা দাবি করা হচ্ছেঃ ছবিতে থাকা ব্যক্তি  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে: দাবিটি মিথ্যা। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে যাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলে দাবি করা হচ্ছে তিনি হলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. রুবানা আহমেদ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে অব্যহতি দেয়ায় রাজপথের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছিলেন ড. রুবানা আহমেদ। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি মূলত সেই সময়কার। অন্যদিকে, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কেউ কর্মরত নেই। তবে, প্রতিষ্ঠানটির উপ উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যিনি কর্মরত আছেন তার নাম হচ্ছে অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুনঃ এখানে, এখানে ,এখানে ,এখানে , এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এর একটি স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে যায়যায়দিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৩ জানুয়ারি আপলোড করা একটি ভিডিও পাওয়া যায় যার সাথে ভাইরাল ছবিটির অনেক মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে ব্র্যাকের শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষককে কথা বলতে দেখা যায়।যার সাথে ভাইরাল হওয়া ছবিটির মিল রয়েছে।

পরবর্তিতে, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে  ২০২৩ সালের ১২ অক্টোবর আপলোড করা ফল ২০২৩ সেশনের নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কিত বেশ কিছু ছবি পাওয়া যায়। এর মধ্যে বক্তব্যরত এক শিক্ষকের ছবির সাথে ভাইরাল পোষ্টগুলোতে  হলুদ ও লাল রং দিয়ে চিহ্নিত ব্যক্তিটির সাদৃশ্য  খুঁজে পাওয়া যায়। মুখে মাস্ক থাকলেও ভাইরাল ছবিটির চশমা, কানের দুল ও চুলের ধরণের মাঝে তুলনা করে দেখলে সাদৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে।


পরবর্তিতে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অনুসন্ধান করা হলে শিক্ষক এবং অফিস অফ দ্যা প্রকটর পোর্টালে ভাইরাল ছবিতে চিহ্নিত ব্যক্তিটিকে খুঁজে পাওয়া যায়। সেখানে আলোচিত ব্যাক্তিকে  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রুবানা আহমেদ বলে উল্লেখ করা হয়। তিনি ২০২২ সালের ২৩ মে থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুসন্ধানের এ পর্যায়ে আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া যায়,  বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। তাছাড়া, লিংকডইন নামক একটি পেশাদার প্লাটফর্মে অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজের একটি প্রিমিয়াম  লিংকডইন একাউন্ট থেকেও এই তথ্যের সত্যতা যাচাই করা যায়।

উল্লেখ্য, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন সাবেক শিক্ষক আসিফ মাহতাবের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক ও আলোচনার শুরু হয়। যেখানে ট্রান্সজেন্ডার ও সমকামিতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ধারনা করা যায়, তারই প্রেক্ষিতে এই ছবিটি  ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে বিবিসি নিউজ বাংলার একটি প্রতিবেদন পড়ুন এখানে

সুতরাং, বিষয়টি পরিষ্কার যে, ভাইরাল ছবিটিতে চিহ্নিত ব্যক্তি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি উপাচার্য নন। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।

তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল এই ভিত্তিহীন দাবিটি “মিথ্যা”।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh