যুক্তরাষ্ট্র কি শামীম ওসমানসহ ৫১ জনকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে?

Published on: December 27, 2023

যা দাবি করা হচ্ছে: শামীম ওসমান সহ ৫১ জনকে নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ- এমন শিরোনামে একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি মিথ্যা। অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। ভাইরাল এই ভিডিওতে দেখা যায় কয়েকটি ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ক্লিপ ও ছবি যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম প্রকাশ করে না। কারণ মার্কিন আইন অনুযায়ী কাউকে ভিসা না-দেয়াসহ যে কোনো ভিসা রেকর্ড গোপনীয় তথ্য।

গুজবের উৎস: ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোর এমন কিছু ভিডিও দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে ভাইরাল ভিডিওতে  ড. ফয়জুল হক নামক এক ব্যক্তিকে “সাপ্তাহিক আজকাল” নামক অনলাইন পোর্টালে গত ৩ জুন ২০২৩ এ প্রকাশিত “মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!” শিরোনামের একটি প্রতিবেদন পড়তে শোনা যাচ্ছে। প্রতিবেদন বলা হয়, যুক্তরাষ্ট্র ৫১ জন বাংলাদেশির ভিসা বাতিল করেছে। যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাজনীতিক, আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিল্পী। তবে, প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্র ব্যবহার করা হয়নি। 

নির্দিষ্ট কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করে জাতীয় ও আর্ন্তজাতিক মূলধারার গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে শামীম ওসমান সহ ৫১ জনের ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। 

তাছাড়া, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে বা ফেসবুক পেইজে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, গত ২৪ সেপ্টেম্বর, ২০২৩ এ প্রকাশিত দৈনিক যুগান্তরদৈনিক ইত্তেফাকের দুইটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে দেখা যায়, “বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করবে না মার্কিন প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয় বিষয়। যে সব বাংলাদেশি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ইমেইলে জানিয়ে দেবে মার্কিন কর্তৃপক্ষ।”

সে সাথে ভিডিওটিটে ব্যবহৃত কালবেলার প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায় যেখানে দেখা যায় বিভিন্ন দেশের ৩০ নাগরিকের উপর দুর্নীতির অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শামীম ওসমান সহ ৫১ জন বাংলাদেশির ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করে হয় নি।

ভিডিওগুলো অনুসন্ধান করে দেখা যায় কয়েকটি ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৪ মে ২০২৩ এ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা না দেয়ার কথা বলা হয়।

সুতরাং, সকল দিক বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh