আট বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির?

Published on: February 14, 2024

যা দাবি করা হচ্ছে: বিরাট-আনুশকার একটি ছবি সংবলিত ফটোকার্ডে দাবি করা হচ্ছে, আট বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে: দেশীয় নিউজ পোর্টাল “আরটিভি নিউজ” এর ব্যানারে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার ছবি সংবলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ৮ বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে ক্রিকেটার বিরাট কোহলির। স্বাভাবিকভাবেই এটি দেখে মনে হচ্ছে যে, বিরাট এবং আনুশকার বিচ্ছেদ হতে চলেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ভাইরাল হওয়া ফটোকার্ড এবং মূল সংবাদের বিস্তারিত  তথ্যের মাঝে অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে। মূল সংবাদে বিরাট কোহলি ও স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার বাণিজ্যিক চুক্তিকে ইঙ্গিত করা হয়েছে। মূলত ভারতীয় গণমাধ্যমে বিরাট কোহলি এবং পুমার আট বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার একটি গুঞ্জন উঠেছিল। অবশ্য পুমার পক্ষ থেকে গুঞ্জনটিকে নাকচ করে দেয়া হয়েছে। যেহেতু ভাইরাল ফটোকার্ডে কোহলি-আনুশকার ছবি ব্যবহার করা হয়েছে, সেহেতু অনেকেই এটিকে তাদের সাংসারিক বিচ্ছেদের ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছেন। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ আলোচিত ফটোকার্ডটিকে “বিভ্রান্তিকর” বলে চিহ্নিত করেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

বাংলাদেশে “আরটিভি নিউজ” এর ব্যানারে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে বিরাট-আনুশকা দম্পতির একটি ছবি ব্যবহার করতে দেখা গেছে। ফটোকার্ডটির শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে “৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!”। যা এই তারকা দম্পতির সাংসারিক জীবন নিয়ে  জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

কিন্তু মূল খবরের বিস্তারিত অংশ বিশ্লেষণ করে জানা গেছে এখানে মূলত বিরাট কোহলি ও স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার বাণিজ্যিক চুক্তির কথা বলা হয়েছে, তাদের সাংসারিক কোনো বিষয় নিয়ে নয়।

মূলত বিরাট কোহলি এবং পুমার আট বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার একটি গুঞ্জন শোনা যাচ্ছিলো ভারতীয় গণমাধ্যমগুলোতে। স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমাতে বিরাট কোহলি যোগদান করেন ২০১৭ সালে। সম্প্রতি ভারতীয় স্পোর্টস ওয়েবসাইট ক্রিকটুডে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ক্রিকটুডে দাবি  করে, ভারতের তারকা খেলোয়াড় বিরাট, পুমার সাথে তার আট বছরের দীর্ঘ চুক্তি শেষ করতে যাচ্ছেন। ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধানে আরও জানতে পারে সিএনবিসিটিভি ১৮ নিউজ থেকে প্রচার করা হয়, বিরাট কোহলি যোগ দেবেন ২০২৩ সালে প্রতিষ্ঠিত  অ্যাজিলিটাস স্পোর্টসে। সেখানে প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন পুমা ইন্ডিয়ার প্রাক্তন এমডি অভিষেক গাঙ্গুলি এবং সহ-প্রতিষ্ঠাতা অতুল বাজাজ এবং অমিত প্রভু।

বিরাট কোহলি ও পুমার চুক্তি নিয়ে জনমনে সৃষ্টি  হওয়া বিভ্রান্তি দূর করতে ফ্যাক্টওয়াচ পুমা ইন্ডিয়ার অফিশিয়াল মন্তব্য খুঁজে দেখে। আমরা বাংলাদেশে ভাইরাল হওয়া  খবরে পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরের একটি  সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাই।

পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন বলেন, পুমার সঙ্গে কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং চলমান। ফ্যাক্টওয়াচ টিম কার্তিক বালাগোপালনের মন্তব্যের যথার্থতা যাচাই করে। বহুল পঠিত ভারতীয় সংবাদমাধ্যমে  হিন্দুস্তান টাইমসদ্য ইকোনমিক টাইমস -এ  কার্তিক বালাগোপালনের মন্তব্যটি খুঁজে পাওয়া যায়।

কার্তিক বালাগোপালনের মন্তব্যটি প্রমাণ করে পুমা ইন্ডিয়ার সাথে বিরাট কোহলির চুক্তি বহাল রয়েছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে আমরা আরোও জানতে পারি, ২০২২ সালে অভিনেত্রী আনুশকা শর্মার সাথে  চুক্তিবদ্ধ হয় পুমা  ইন্ডিয়া। তিনি পুমার জুতা, পোশাক এবং আনুষাঙ্গিক বিষয়াদি প্রচার ও প্রসারে সক্রিয় রয়েছেন।

উল্লেখ্য, কোহলির বিয়ে এবং পুমার সাথে চুক্তি দুটিই ২০১৭ সালে হওয়ায় বিভ্রান্তি আরো বেড়ে যায়। এছাড়া পুমা, বিরাট কোহলি কিংবা আনুশকা শর্মা তাদের অফিসিয়াল কোনো মাধ্যম থেকেই চুক্তিসংক্রান্ত এ ধরণের কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

পরিশেষে সকল তথ্য ও বিশ্বাসযোগ্য প্রমাণাদির ভিত্তিতে দেখা যাচ্ছে, দেশীয় নিউজ পোর্টাল “আরটিভি নিউজ”-এর ব্যানারে ভাইরাল ফটোকার্ডটি পুরোপুরি সত্য নয়।ফটোকার্ডটির শিরোনাম ও বিস্তারিত তথ্যে অসামঞ্জস্যতা রয়েছে। এছাড়া সেখানে ব্যবহৃত বিরাট-আনুশকার ছবির সাথে শিরোনামটি এক ধরণের বিভ্রান্তি তৈরি করে।

তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল ফটোকার্ডটির এই দাবিটি  “বিভ্রান্তিকর”।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh