মৃত লাশ জীবিত হওয়ার ভুয়া শিরোনাম

Published on: September 25, 2022

“কবর দেওয়ার শেষ পর্যায়ে জীবিত হলেন মৃত লাশ” এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মৃত একজন ব্যক্তিকে অনেকে মিলে কবর দিচ্ছে। ভিডিওটিতে এ বিষয়টি সুস্পষ্ট যে, কবর দেওয়ার কাজটি প্রায় সমাপ্ত হয়েছে। সুতরাং মৃত লাশ জীবিত হবার যে দাবিটি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত ক্লিকবেইট ক্যাপশনের সাহায্যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে।

এমন কিছু ভিডিও দেখুন এখানে,  এখানে, এবং এখানে

৪ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওটির দেখে বিষয়টি পরিষ্কার বোঝা গেছে, ইসলামিক শরিয়া মতে মৃত ব্যক্তিটিকে কবর দেওয়ার কাজ চলছে। কবর কাজে সাহায্যরত মুসল্লিদের কথা শুনেও বোঝা যায়, কবররত অবস্থায় কোন দোয়া পড়তে হবে সে বিষয়েও আলোচনা করা হয়েছে। কবর দেওয়া সমাপ্ত হলে কোনো একজন ব্যক্তিতে বলতে শোনা যায়, দোয়া পড়ে মাটি দেন, ছেলে আগে মাটি দিবে। অর্থাৎ জনৈক মৃত ব্যক্তির কবর দেওয়ার দৃশ্য কেউ একজন ক্যামেরায় ধারণ করেছিল। পরবর্তীতে উক্ত ক্লিকবেইট ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

এ ধরণের ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করার কারণে সাধারণ ব্যবহারকারীরা ক্ষিপ্ত হয়ে ভিডিওটির নিচে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছেন।

সঙ্গত কারণে এমন ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh