জোনায়েদ সাকির বিরূদ্ধে স্ত্রী নির্যাতনের ভুয়া ফটোকার্ড

Published on: January 6, 2024

যা দাবি করা হচ্ছে: গত ৫ই জানুয়ারি, ২০২৪ তারিখে দৈনিক সমকালের আদলে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে ,যে ফটোকার্ডের শিরোনামে বলা হয় ‘জোনায়েদ সাকির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চাইলেন তাসলিমা’।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দৈনিক সমকাল তাদের অফিশিয়াল ফেসবুক পোস্টে তাদের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডের খবরটিকে ভুয়া বলে চিহ্নিত করেছে। মূলধারার জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ বিষয়ে ছড়ানো ফটোকার্ডগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস :

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

গত ৫ই জানুয়ারি, ২০২৪ তারিখে ‘জোনায়েদ সাকির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চাইলেন তাসলিমা’ শিরোনামে সমকালের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফটোকার্ডটিতে তারিখ দেয়া আছে ৫ই জানুয়ারি, ২০২৪।

ফ্যাক্টওয়াচ টিম উক্ত খবরটির সত্যতা অনুসন্ধানে দৈনিক সমকালের অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করলে ৫ জানুয়ারি, ২০২৪ তারিখ, বিকাল ৪ঃ৫৯ মিনিটে করা একটি পোস্ট দেখতে পায়। উক্ত পোস্টে আরেকটি ফটোকার্ডের মাধ্যমে দৈনিক সমকাল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নামে ছড়ানো ফটোকার্ডটিকে ভুয়া বলে দাবি করে। সমকালের উক্ত ফটোকার্ডে লেখা ছিলো ‘সমকালের নামে ছড়ানো এই নিউজ কার্ডটি ভুয়া।’ সমকালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা পোস্টটি দেখুন এখানে

 

তাছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিরুদ্ধে পারবারিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন তার স্ত্রী তাসলিমা আখতার এমন কোন সংবাদ দেশের কোন গণমাধ্যমে পাওয়া যায়নি।

তাছাড়া উক্ত খবরের উপর ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্টচেকিং সংস্থা বুম বিডি। তারাও তাদের প্রতিবেদনে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটির সপক্ষে কোন প্রমাণ পায়নি।

উল্লেখ্য ২১ ডিসেম্বর, ২০১৮ সালে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের একটি সংবাদ থেকে জানা যাচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির স্ত্রী তাসলিমা আখতার।

তাসলিমা আখতার একজন বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর প্রামাণ্যচিত্র সংগ্রহকালে তিনি একজন নারী ও পুরুষের একে অন্যকে আলিঙ্গরত অবস্থায় মৃত্যুবরণ করা একটি চিত্র ধারণ করেন, যা এই ঘটনার ভয়াবহতার প্রতীকী ছবি হিসেবে বিপুল পরিচিতি পায়।

অতএব ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিরূদ্ধে পারবারিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন তার স্ত্রী তাসলিমা আখতার এই খবরটির কোন সত্যতা নেই। তাই ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলোকে ‘মিথ্যা’ হিসেবে শনাক্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh