Published on: October 30, 2023
‘গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাসা থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানটি বস্তাভর্তি বোমা ও লাঠিসহ রাজধানীতে আটক’ শিরোনামে কালবেলার একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে তারিখ দেয়া আছে ২৮ অক্টোবর, ২০২৩।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে কালবেলার ওয়েবসাইটে এমন কোন ফটোকার্ড প্রকাশিত হয় নি। এটি ডিজিটাল এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে প্রতীয়মান হচ্ছে । তাছাড়া গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাসা থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানে বস্তাভর্তি বোমাসহ আটক এমন কোন খবর কোন স্বীকৃত সংবাদমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনী্র কাছ থেকে পাওয়া যায় নি। এ কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে। |
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে ভিন্ন ভিন্ন ক্যাপশন যুক্ত করে অথবা ক্যাপশন ছাড়া কালবেলার একটি ফটোকার্ড আপলোড করা হয়েছে। ফটোকার্ডে ২৮ অক্টোবর, ২০২৩ তারিখের উল্লেখ আছে। ফটোকার্ডের শিরোনাম ছিলো ‘গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাসা থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানটি বস্তাভর্তি বোমা ও লাঠিসহ রাজধানীতে আটক’। ফটোকার্ডটিতে একটি পিক-আপের ছবিও দেওয়া আছে।
বিভিন্ন সংবাদমাধ্যম তাদের সংবাদ প্রচারের জন্য সংবাদের শিরোনাম আর ছবি সংযুক্ত করে ফটোকার্ড বানিয়ে ফেসবুকে আপলোড দেয়। কালবেলা সংবাদমাধ্যম উক্ত ফটোকার্ডটি তৈরি করেছে কিনা জানার জন্য ফ্যাক্টওয়াচ কালবেলার অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান শুরু করে। জাতীয় খবর প্রচার করে কালবেলার এমন দুইটি অফিশিয়াল ফেসবুক পেজ দুইটি পাওয়া যাচ্ছে Kalbela news এবং Kalbela Online। তাছাড়া তাদের ইন্সটাগ্রাম পেজের নাম kalbela_news এবং টুইটার একাউন্ট kalbela News। কিন্তু অনুসন্ধানে ‘গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাসা থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানটি বস্তাভর্তি বোমা ও লাঠিসহ রাজধানীতে আটক’ এই শিরোনামে কালবেলার কোন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে কোন ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে ২৮ অক্টোবর গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে কালবেলা দুইটি সংবাদ প্রচার করে। এর ভিতর ‘৩০০ ডেকে পোলাও-গরুর মাংস নিয়ে ঢাকায় আসছেন জাহাঙ্গীর’ শিরোনামে একটি সংবাদ ফটোকার্ড বানিয়ে ফেসবুকে প্রচার করে। উক্ত নিউজটি কালবেলার ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। উক্ত সংবাদ থেকে জানা যাচ্ছে হাজার হাজার মানুষ ও নেতাকর্মী নিয়ে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে মেয়র ভবনের নেতাকর্মীদের জন্য রান্না করা হয়।
একই ধরনের নিউজ অন্য সংবাদমাধ্যমগুলোতেও পাওয়া যাচ্ছে। সেগুলো দেখুন এখানে, এখানে,
কালবেলার ওয়েবসাইটি পাওয়া আরেকটি সংবাদের শিরোনাম ছিলো ‘১৭০০ বাস নিয়ে ঢাকায় আসবেন জাহাঙ্গীর’। জাহাঙ্গীর আলম বলেন ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে তিনি দুই লাখেরও বেশি লোক নিয়ে ঢাকায় যাবেন। তাদের যাতায়াতের জন্য ইতিমধ্যে ১৭০০ বাস চুক্তি করা হয়েছে।
কালবেলা এই নিউজটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ Kalbela News এ ভিডিও আকারে প্রকাশ করেছে তবে কোন ফটোকার্ড তৈরি করেনি।
একই বিষয় নিয়ে সংবাদ প্রচারিত সংবাদগুলো দেখুন এখানে, এখানে।
তবে কোন গণমাধ্যমে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাসা থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানে বস্তাভর্তি বোমাসহ আটক এমন কোন খবর কোন স্বীকৃত সংবাদমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনী্র কাছ থেকে পাওয়া যায় নি।
উল্লেখ্য, ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ শুরু হয় । দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।
সারমর্মঃ
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি কালবেলার নয়। ফটোকার্ডটি ডিজিটাল এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাছাড়া গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বাসা থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানে বস্তাভর্তি বোমাসহ আটক এমন কোন খবর কোন স্বীকৃত সংবাদমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনী্র কাছ থেকে পাওয়া যায় নি। এ কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ |