Published on: October 28, 2023
![]() |
গুজবের উৎস
২৭ অক্টোবর থেকে ফটোকার্ডটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। মিস্টার ১০ পার্সেন্ট – Mr. 10 Percent নামক একটি পেইজ থেকে সর্বপ্রথম পোস্টটি শেয়ার করা হয়। আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
গত ১৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয়।
মানবজমিন পত্রিকার ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেইজে উক্ত তারিখ থেকে শুরু করে সর্বশেষ সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। এছাড়া মূলধারার গণমাধ্যম, বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজ, বিএনপির ভেরিফাইড মিডিয়া সেল পেইজ এবং বিএনপি সমর্থক অন্যান্য ফেসবুক পেইজ সন্ধান করা হলে রুমিন ফারহানার এমন মন্তব্যের সপক্ষে কিছু পাওয়া যায়নি।
ফটোকার্ডে দাবি করা হয়েছে চ্যানেল আইয়ের একটি টকশোতে রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন। অথচ ১৮ অক্টোবর বিএনপির এই সমাবেশ কর্মসূচী ঘোষণার পর চ্যানেল আই-এর কোনো টকশোতে রুমিন ফারহানার উপস্থিতি পাওয়া যায় নি।
তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
|