মানবজমিনের আদলে তৈরি ফটোকার্ডে রুমিন ফারহানার নামে ভূয়া উক্তি

Published on: October 28, 2023

সম্প্রতি ফেসবুকে দৈনিক মানবজমিন পত্রিকার আদলে বানানো একটি ফটোকার্ডে বিএনপি সমর্থক আইনজীবী রুমিন ফারহানা চ্যানেল আইয়ের একটি টকশোতেবৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার জন্য কেন সমাবেশ পেছাতে হবে বলেছেন এমন একটি উক্তি পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি দৈনিক মানবজমিন বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। বিএনপি এবং বিএনপি সংশ্লিষ্ট ভেরিফাইড ফেসবুক পেইজগুলোয় এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায় নি। ১৮ অক্টোবর বিএনপির এই সমাবেশ কর্মসূচী ঘোষণার পর চ্যানেল আই-এর কোনো টকশোতে রুমিন ফারহানার উপস্থিতি পাওয়া যায় নি। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

২৭ অক্টোবর থেকে ফটোকার্ডটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। মিস্টার ১০ পার্সেন্ট – Mr. 10 Percent নামক একটি পেইজ থেকে সর্বপ্রথম পোস্টটি শেয়ার করা হয়। আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে


ফ্যাক্টওয়াচ
অনুসন্ধান

গত ১৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয়।

মানবজমিন পত্রিকার ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেইজে উক্ত তারিখ থেকে শুরু করে সর্বশেষ সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। এছাড়া মূলধারার গণমাধ্যম, বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজ, বিএনপির ভেরিফাইড মিডিয়া সেল পেইজ এবং বিএনপি সমর্থক অন্যান্য ফেসবুক পেইজ সন্ধান করা হলে রুমিন ফারহানার এমন মন্তব্যের সপক্ষে কিছু পাওয়া যায়নি।

ফটোকার্ডে দাবি করা হয়েছে চ্যানেল আইয়ের একটি টকশোতে রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন। অথচ ১৮ অক্টোবর বিএনপির এই সমাবেশ কর্মসূচী ঘোষণার পর চ্যানেল আই-এর কোনো টকশোতে রুমিন ফারহানার উপস্থিতি পাওয়া যায় নি।

তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh