বিএনপি মহাসচিবের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক হয়েছে?

Published on: November 16, 2022

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এই মর্মে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক হয়েছে। এ বিষয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, ৩১ অক্টোবর ২০২২ তারিখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যু হয়। সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুর খবর পেয়ে তার গুলশানের বাসায় যান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এ সময়ে সেখানে আগে থেকে উপস্থিত থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা হলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন করমর্দন-কুশল বিনিময় করেন। পুরো ঘটনাটি যমুনা টিভিতে প্রচারিত হয়। করমর্দন-কুশল বিনিময়ের সেই ভিডিওটি বর্তমানে “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক” ক্যাপশনে ভাইরাল হয়েছে।

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

বিভিন্ন কি-ওয়ার্ড সার্চে দেখা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পররাষ্ট্রমন্ত্রী করমর্দন-কুশল বিনিময়ের ঘটনাটিকে মির্জা ফখরুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রীর রুদ্ধশ্বাস গোপন বৈঠক শিরোনামে ইউটিউবে প্রচার হয়েছে। যদিও বলা হয়েছে “স্বরাষ্ট্রমন্ত্রী” কিন্তু দেখানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও!

প্রসঙ্গত, সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্যান্য নেতা ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। পরবর্তীতে সেখান থেকে সাবিহ উদ্দিন আহমেদের বাসায় যান। যমুনা টিভির ধারণকৃত একটি ভিডিওটিতে দেখা গেছে, সাবিহ উদ্দিনের বাড়িতে রাখা লাশবাহী ফ্রিজিং গাড়ির দিকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন কিছু সময় তাকিয়ে থাকেন। যমুনা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও ব্যক্তিজীবনে তাঁরা ভালো বন্ধু ছিলেন। লাশবাহী গাড়িটি থেকে কিছুটা সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্যদের সাথে বসেছিলেন। সেখানে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্যদের সাথে করমর্দন-কুশল বিনিময় করেন। উল্লেখ্য, বাংলাদেশের অন্য একটি রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তাঁর বক্তব্যে বলেন বিএনপি সরকারি দল থাকাকালীন তাঁরা একে-অপরের সাথে পিটাপিটিও করেছেন। তবে দিনশেষে তাঁরা খুবই ভালো বন্ধু ছিলেন।

সেদিনের পুরো ঘটনা যমুনা টিভি সংবাদ আকারে প্রকাশ করেছে। সংবাদটি দেখুন এখানে

অর্থাৎ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যু উপলক্ষে তাঁর বাসায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বন্ধুরা উপস্থিত হয়েছিলেন এবং নিজেদের মাঝে আলাপ-আলোচনা করেছিলেন।

সেদিনের সকল ভিডিও ফুটেজ ও উপস্থিত মানুষের কথোপকথন থেকে এ বিষয়টি সুস্পষ্ট যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সেখানে গোপন কোনো বৈঠক হয়নি।

সঙ্গত কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের যে ভিডিও নিয়ে ফেসবুকে “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক” ক্যাপশনে ভাইরাল করা হয়েছে সেগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh