পুলিশের দেয়া সম্মাননার ভিডিওটি মুসকানের নয়

Published on: February 10, 2022

সম্প্রতি ‘কর্ণাটকের পুলিশ মুসকানকে বিশেষ সম্মাননা দিলো’ এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায় ভিডিওটি মুসকানের নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “শাহরিস কানওয়াল (Sahrish Kanwal)” নামে ১৪ বছরের এক তরুণীকে একদিনের জন্য ভারতের মহারাষ্ট্র প্রদেশের বুলধানা জেলার ডিএসপি বানানো হয়। এটি তারই ভিডিও। এই ভিডিওটি ০৫ মার্চ ২০২০ তারিখে টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করে। তাই ফ্যাক্টওয়াচ ভুল ক্যাপশনে প্রকাশিত এই ভিডিওটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


২ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেয়েকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা জানানো হচ্ছে। পরবর্তীতে তাকে একটি চেয়ারে বসানো হচ্ছে। উক্ত ভিডিওতে থাকা ক্যাপশনে দাবি করা হচ্ছে, কর্ণাটকের পুলিশ বাহিনী মুসকান নামের একটি মেয়েকে সম্মাননা জানাচ্ছে। উল্লেখ্য, চলমান “হিজাব বিতর্ক” নিয়ে ভারতের কর্ণাটকের একটি কলেজের ছাত্রী মুসকানের নাম সামনে আসে। এখানে তার কথাই বলা হচ্ছে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল এই ভিডিওর একটি অংশ দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন সামনে আসে। “International Women’s Day: 14-year-old girl becomes DSP ‘for a day’ in Maharashtra’s Buldhana district” শিরোনামে ৫ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি পাওয়া যায়।

ভিডিওতে থাকা লিখা এবং এর বর্ণনা থেকে জানা যায়, এই মেয়েটির নাম “শাহরিস কানওয়াল (Sahrish Kanwal)” এবং তার বয়স ১৪ বছর। আরও জানা যায়, সে জেলা পরিষদ উর্দু উচ্চ বিদ্যালয়, মাল্কাপুর তেহসিলের একজন ছাত্রী।  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাকে এক দিনের জন্য ভারতের মহারাষ্ট্র প্রদেশের বুলধানা জেলার ডিএসপি পদে বসানো হয়। এ সময় শাহরিসকে গার্ড অব অনার দেওয়া হয়। মেয়েদের প্রশাসনিক অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে বুলধানা জেলার ‘কালেক্টরের’ সপ্তাহব্যাপী চলমান কার্যক্রমের অংশ এটি।

এ বিষয়ে বিস্তারিত দেখুন টাইমস অব ইন্ডিয়ার এই ইউটিউব ভিডিওতে

এছাড়াও, ভাইরাল ভিডিওটি লক্ষ্য করলে দেখা যাবে ভিডিওর ভেতরে থাকা লেখাতেও উপরোক্ত একই কথাই বলা হচ্ছে। শুধুমাত্র ক্যাপশন বদলে দিয়ে দাবি করা হচ্ছে এই মেয়েটি কর্ণাটকে চলমান “হিজাব বিতর্কে” আলোচনায় আসা মুসকান।

মুসকান এবং চলমান “হিজাব বিতর্ক” সম্পর্কে বিস্তারিত জানতে বিবিসি বাংলার একটি প্রতিবেদন পড়ুন এখানে

সুতরাং, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে ১৪ বছর বয়সী শাহরিস কানওয়ালের একদিনের ডিএসপি হওয়ার ভিডিওটিকে মুসকানের ভিডিও বলে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ ভুল ক্যাপশনে প্রকাশিত এমন ভিডিওসহ উক্ত ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply