“এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা” গানটি গেয়েছেন তথ্যমন্ত্রী?

Published on: July 28, 2023

সম্প্রতি ফেসবুকে শেয়ারকৃত একটি রিল ভিডিওতে দেখা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ “এই সোনার বাংলা জালাইয়া দিল শেকের বেটি হাসিনা” শীর্ষক শিরোনামের একটি গান পরিবেশন করছেন। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে হাছান মাহমুদের গান পরিবেশনার মূল ভিডিওটি খুঁজে পাওয়া গেছে যেখানে তিনি “বধুঁ মিছে রাগ করো না” শিরোনামের একটি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। অন্যদিকে, ফেসবুকে শেয়ারকৃত রিল ভিডিওটির গানের কথা যাচাই করে দেখা গেছে যে, গানটি গেয়েছিলেন শিল্পী মদন কুমার রায় এবং লিখেছিলেন সত্যেন কুমার। মূলত, হাছান মাহমুদের গান পরিবেশনার মূল ভিডিওটির সাথে মদন কুমার রায়ের গানটি এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যা দেখে মনে হতে পারে যেন হাছান মাহমুদই গানটি গাইছিলেন। এইক্ষেত্রে মূল ভিডিওটির বিকৃতি ঘটানো হয়েছে বিধায় ফ্যাক্টওয়াচ ফেসবুকে শেয়ারকৃত রিল ভিডিওটকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি রিল ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে শেয়ারকৃত রিল ভিডিওটিতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আদতেই “এই সোনার বাংলা জালাইয়া দিল শেকের বেটি হাসিনা” শীর্ষক গানটি গেয়েছিলেন কিনা তা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে ইউটিউবে সার্চ করি এবং ১৫ সেপ্টেম্বর ২০২০ এ “Rtv Music” নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত বধুঁ মিছে রাগ করো না শিরোনামের একটি ভিডিও খুঁজে পাই যার সাথে ফেসবুকের রিল ভিডিওটির বেশ মিল রয়েছে। উক্ত ভিডিওতে হাছান মাহমুদকে “বধুঁ মিছে রাগ করো না শীর্ষক রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায়। তাছাড়া, ফেসবুকে শেয়ারকৃত রিল ভিডিওটির একটি অংশে পরিবেশনকৃত গানের শিরোনাম হিসেবে “বধুঁ মিছে রাগ করো না” নামটি দেখতে পাওয়া যাবে।

অপরদিকে, ফেসবুকের রিল ভিডিওটিতে যে গানটি হাছান মাহমুদ গাইছেন বলে মনে হচ্ছে সেই গানটির কথা (Lyrics) ধরে ইউটিউবে সার্চ করা হয় এবং ২৯ নভেম্বর ২০১৩ এ প্রকাশিত এই সোনার বাংলা জ্বালাইয়া দিল… মদন কুমার আর কন্ঠে…  শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির শুরুতেই একজন উপস্থাপক বলছেন, “একটি গণসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মদন কুমার রায়, গানটি লিখেছেন সত্যেন কুমার, বাঁশিতে সংযোগ করবে বিপিন কুমার।” ভিডিওটির পরবর্তী অংশে মদন কুমার রায়কে একতারা হাতে “এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা” গানটি পরিবেশন করতে দেখা যায়। তাছাড়া, উক্ত ইউটিউব ভিডিওতে উপস্থাপক গানটির লেখক হিসেবে সত্যেন কুমারের নাম উল্লেখ করেছেন। সুতরাং, ফেসবুক রিলে যে দাবি করা হয়েছে যে, ভিডিওর গানটি ওবায়দুল কাদের লিখেছেন – এটাও মিথ্যা

উল্লেখ্য, ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা নিউজচেকার টিকটকে ছড়িয়ে পড়া একই রিল ভিডিওটির দাবি খন্ডন করেছে। দেখুন এখানে। 

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট যে, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের “ধুঁ মিছে রাগ করো না” গান পরিবেশনের মূল ভিডিওটির সাথে মদন কুমার রায়ের কন্ঠে গাওয়া “এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা” গানটির কথা কোন সহজলভ্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সাহায্যে জুড়ে দিয়ে ফেসবুক রিল ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, এখানে মূল ভিডিওটির বিকৃতি ঘটেছে বিধায় ফ্যাক্টওয়াচ ফেসবুকে শেয়ারকৃত রিল ভিডিওটিকে “বিকৃত” সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh