“জ্যান্ত শঙ্খ” দাবিতে ভাইরাল ভিডিওটি আসলে হার্মিট ক্র্যাবের  

Published on: October 18, 2023

সম্প্রতি সমুদ্রের তীরে হেঁটে বেড়ানো একটি প্রাণীর ভিডিও ফেসবুক ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, প্রাণীটির নাম শঙ্খ।  কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওতে দেখতে পাওয়া প্রাণীটির নাম হার্মিট ক্র্যাব। বাংলাভাষী মানুষের কাছে যা সন্ন্যাসী কাঁকড়া নামে সর্বাধিক পরিচিত। প্রাণীটির বৈজ্ঞানিক নাম (Paguroidea)। শঙ্খ আর সন্ন্যাসী কাঁকড়া প্রাণী দুইটি এক নয়। জৈবিক গঠন অনুসারে এরা একে অন্যের থেকে আলাদা। ভিডিওতে মূলত একটি সন্ন্যাসী কাঁকড়াকে মৃত শামুকের খোলস পরে চলতে দেখা যায়। সঙ্গত কারণে এসকল দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রাণীটির ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে গুগল ইমেজ সার্চ দিলে National Geography নামক প্রাণী বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। সেখানে ভাইরাল ভিডিওটির প্রাণীকে শঙ্খ  (Turbinella pyrum) নয়, বরং Hermit crab হিসেবে চিহ্নিত করা হয়েছে। AZ Animals নামক ওয়েবসাইটে  প্রকাশিত একটি নিবন্ধ থেকে আরও বিস্তারিত জানুন এখানে

পরবর্তীতে শঙ্খ  (Turbinella pyrum) প্রাণীটির বিষয়ে সন্ধান করা হয়। টারবিনেলা পাইরাম, সাধারণত শঙ্খ নামে পরিচিত। প্রাণীটি একটি বড় এবং স্বতন্ত্র সামুদ্রিক মোলাস্ক, সাধারণত ভারত মহাসাগরে পাওয়া যায়। এখানে টারবিনেলা পাইরাম সম্পর্কে কিছু মূল বিবরণ দেওয়া হলো: শ্রেণীবিন্যাস: Turbinella pyrum গ্যাস্ট্রোপোডা শ্রেণীর অন্তর্গত Turbinellidae পরিবারের অন্তর্গত। টারবিনেলা পাইরামের খোসা বেশ বড় এবং 30 সেন্টিমিটার (প্রায় 12 ইঞ্চি) পর্যন্ত দৈর্ঘ্যে পৌঁছাতে পারে। খোসা প্রায়ই সাদা বা ক্রিম রঙের হয় এবং তাতে বাদামী বা লালচে-বাদামী ব্যান্ড থাকতে পারে।

Scientific name: Turbinella pyrum
Family: Turbinellidae
Order: Neogastropoda
Kingdom: Animalia
Phylum: Mollus

অপরদিকে, সন্ন্যাসী কাঁকড়া (Hermit crabs) এর মূল বিবরণ হলো:

Kingdom
Animalia
Phylum
Arthropoda
Class
Malacostraca
Order
Decapoda
Family
Paguroidea
Scientific Name
Paguroidea

এই দুটি দুটি প্রাণীর খাদ্যাভাসের ভিন্নতা হলো:

হার্মিট ক্র্যাব হল সর্বভুক স্কেভেঞ্জার, আণুবীক্ষণিক ঝিনুক এবং ক্লাম, মৃত প্রাণীর টুকরো এবং ম্যাক্রোঅ্যালগি খায়।

শঙ্খ (Turbinella pyrum) প্রাণীটি ক্ষুদ্র জলজ উদ্ভিদ খায়। সিলিয়ার মাধ্যমে পানি শোষণ করে তা থেকে জৈব পদার্থ গ্রহণ করে।

এখানে লক্ষণীয় যে, হার্মিট ক্র্যাব বা সন্ন্যাসী কাঁকড়া হল দশ জোড়া ঊপাঙ্গ বিশিষ্ট এবং খোলসাবৃত দেহের অধিকারী প্রাণী। নামে কাঁকড়া হলেও, কাঁকড়ার সাথে এদের সম্পর্ক নেই । বরং চিংড়ির সাথে তাদের সম্পর্ক রয়েছে । অধিকাংশ সন্ন্যাসী কাঁকড়া প্রজাতি নরম তলপেটের অধিকারী । মৃত শামুকের খোলস এরা পরিধান করে।  খোলসটার ভিতরে থেকে নিজেদেরকে রক্ষা করে । খোলসটা তারা সবসময় পিঠে করে বয়ে বেড়ায় । শামুকের খোলসের ভেতরের অক্ষটিকে শক্ত ভাবে আঁকড়ে ধরার জন্য এদের তলপেটের শেষ প্রান্তটি বিশেষ ভাবে অভিযোজিত । বয়সের সাথে সাথে দেহও যখন আকারে বৃদ্ধি পায়, সন্ন্যাসী কাঁকড়া তার পুরানো খোলসটি ছেড়ে অপেক্ষাকৃত বড় আকারের আরেকটি খোলস খুঁজে নেয়।

অর্থাৎ হার্মিট ক্র্যাব বা সন্ন্যাসী কাঁকড়া যখন শঙ্খ (Turbinella pyrum) প্রাণীটির খোলস পরে সমুদ্রের তীরে চলাফেরা করছিলো। তখন অনেকে এটিকে শঙ্খ ভেবেছে এবং তা ফেসবুকে পোস্ট করেছে। তবে দাবিটি যে সত্য নয় তার প্রমাণ মিলেছে।

সুতরাং, এক প্রজাতির প্রাণীকে অন্য প্রাণী হিসেবে উপস্থাপন করার দায়ে ফ্যাক্টওয়াচ এই ভিডিওগুলোর শিরোনামকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh