বিমান বাংলাদেশের ফ্লাইট স্টুয়ার্ডস পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরানো

Published on: July 20, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর ফ্লাইট স্টুয়ার্ডস পদে নারী প্রার্থী চেয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, গত ১৮ সেপ্টেম্বর ২০২২ এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর ওয়েবসাইটে ফ্লাইট স্টুয়ার্ডস পদের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রকাশের তারিখ বিকৃত করে তা সামাজিক মাধ্যমে শেয়ার  করা হচ্ছে। তাছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর ওয়েবসাইটে সাম্প্রতিক সময়ে ফ্লাইট স্টুয়ার্ডস পদের জন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। উল্লেখ্য যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির অধীনে ফ্লাইট স্টুয়ার্ডস পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ জন প্রার্থীর রোল নাম্বার গত ১৫ মার্চ ২০২৩ এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে ফ্লাইট স্টুয়ার্ডস পদে কোন আবেদন নিচ্ছে না এবং সামাজিক মাধ্যমে উক্ত পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে তা পুরানো। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বিজ্ঞপ্তিটির ছবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

Image: Viral photo of the Biman Bangladesh job circular

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফ্লাইট স্টুয়ার্ডস পদে নিয়োগ বিজ্ঞপ্তিটির যথাযথতা যাচাই করতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করি এবং সেখানে সাম্প্রতিক সময়ে উক্ত পদের জন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। পরবর্তীতে ঐ ওয়েবসাইটের আর্কাইভকৃত চাকুরীর তথ্য ঘেঁটে ১৮ সেপ্টেম্বর ২০২২ এ প্রকাশিত চুক্তিভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ডস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত পদের নাম, আবেদনের যোগ্যতা, বেতন ও ভাতা, পদ সংখ্যা, এবং আবেদনের শর্তাবলি ও নিয়মাবলি এর সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বিজ্ঞপ্তিটির মিল পাওয়া গেছে। যেহেতু সাম্প্রতিক সময়ে ফ্লাইট স্টুয়ার্ডস পদের জন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি, সেহেতু সামাজিক মাধ্যমে যে বিজ্ঞপ্তিটি শেয়ার করা হচ্ছে তার তারিখ (২৩/০৬/২০২৩ খ্রিঃ) স্বাভাবিকভাবেই বিকৃত। 

Image: Biman Bangladesh job circular published on 18 September 2022

 

তাছাড়া, উক্ত ফ্লাইট স্টুয়ার্ডস বা কেবিন ক্রু পদের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ভিত্তিতে প্রথম আলো ১৬ অক্টোবর ২০২২ এ “বিমানের কেবিন ক্রু হতে চাইলে আবেদন করুন দ্রুত” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে যার সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত আবেদনের যোগ্যতা, শর্তাবলি, নিয়ামাবলি, এবং আবেদনের শেষ তারিখ ও সময় (১৮-১০-২০২২ খ্রিঃ, রাত ১২:০০টা) এর মিল রয়েছে। 

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ওয়েবসাইটে চাকুরীর তথ্য বিভাগটি ঘেঁটে ১৮ সেপ্টেম্বর ২০২২ এ প্রকাশিত ফ্লাইট স্টুয়ার্ডস পদে নিয়োগ বিজ্ঞপ্তিটির অধীনে চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ জন প্রার্থীর রোল নাম্বার সংবলিত ১৫ মার্চ ২০২৩ এ প্রকাশিত একটি তালিকা পাওয়া গেছে। তাছাড়া, একই সময়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও বিমান বাংলাদেশের ফ্লাইট স্টুয়ার্ডস পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ জন প্রার্থীর চাকরি পাওয়ার খবরটি প্রকাশ করা হয়। পড়ুন প্রথম আলো এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর প্রকাশিত দুটে খবর। অর্থাৎ, বিমান বাংলাদেশের ফ্লাইট স্টুয়ার্ডস পদে নিয়োগ বিজ্ঞপ্তিটির অধীনে ১০০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে গেছেন এবং বর্তমানে উক্ত পদে আর কোন প্রার্থীর আবেদন কিংবা নিয়োগের সুযোগ নেই।

Image: Selected candidates list published on 15 March 2023

 

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে বিমান বাংলাদেশের ফ্লাইট স্টুয়ার্ডস পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাচ্ছে তা সাম্প্রতিক সময়ের নয়। বরং, পুরানো বিজ্ঞপ্তিটির প্রকাশের তারিখটি এডিট করে পরিবর্তন করা হয়েছে। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বিজ্ঞপ্তিটির ছবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh