মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে মাত্র তিনজন মানুষ গিয়েছেন?

Published on: May 30, 2023

সম্প্রতি একটি পোস্ট পাওয়া যাচ্ছে ফেসবুকে যেখানে দাবি করা হয়েছে মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখন পর্যন্ত মাত্র ৩ জন মানুষ গিয়েছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, মারিয়ানা ট্রেঞ্চে ১৯৬০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩ জন ব্যক্তি যেতে সক্ষম হলেও, ২০১৯ সাল থেকে অদ্যাবধি একাধিক ব্যক্তি অভিযান করেছেন। আলোচ্য পোস্টে ২০১২ সাল-পরবর্তী তথ্য হালনাগাদ নেই। তাই ফ্যাক্টওয়াচ পোস্টটিকে বিভ্রান্তিকর মনে করছে।

বিভ্রান্তির উৎস

এ বছর ২৭ ফেব্রুয়ারি থেকে এই পোস্ট ইমেজ আকারে একাধিক পেইজ থেকে ও গ্রুপে শেয়ার করা হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

উক্ত পোস্টে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে – ১) চাঁদে এখন পর্যন্ত ১২ জন মানুষ গিয়েছে, ২) মারিয়ানা ট্রেঞ্চে এখন পর্যন্ত ৩ জন মানুষ গিয়েছে, ৩) মাউন্ট এভারেস্টকে তুলে মারিয়ানা ট্রেঞ্চে ডুবিয়ে দিলে এভারেস্টের শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৩৩ মিটার (৭০০০ ফিট) নিচে থাকবে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই তথ্যগুলোর মধ্যে ১ ও ৩ নাম্বারটি সঠিক, কিন্তু ২ নাম্বারটি বহুল প্রচলিত ভুল তথ্য।

মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থান চ্যালেঞ্জার ডীপ (Challenger Deep) নামে পরিচিত। মারিয়ানা ট্রেঞ্চ অভিযাত্রীরা মূলত এই চ্যালেঞ্জার ডীপের উদ্দেশ্যে যাত্রা করেন। ১৯৬০ সালে ডন ওয়ালশ এবং জ্যাক পিকার্ড নামক দুজন অভিযাত্রী একসাথে চ্যালেঞ্জার ডীপে সর্বপ্রথম অবতরণ করতে সক্ষম হন। এর দীর্ঘ ৫০ বছর পর ২০১২ সালে বিখ্যাত সিনেমা পরিচালক জেমস ক্যামেরন এককভাবে তৃতীয় ব্যক্তি হিসেবে চ্যালেঞ্জার ডীপে অবতরণ করেন। উইকিপিডিয়ায় চ্যালেঞ্জার ডীপে অবতরণকারী ব্যক্তিদের একটি লিস্ট পাওয়া যাচ্ছে, যেখান থেকে জানা যাচ্ছে উল্লেখিত এই ৩ জন ব্যক্তির পরেও আরও ২৪ জন ব্যক্তি চ্যালেঞ্জার ডীপে গিয়েছেন। উইকিপিডিয়া থেকে চতুর্থ ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে ভিক্টর ভেসকোভো, যিনি গভীরতম ডাইভের রেকর্ড করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, ফোর্বস এবং বিবিসি নিউজ থেকেও ভিক্টর ভেসকোভোর চ্যালেঞ্জার ডীপ অভিযাত্রায় রেকর্ড সৃষ্টির খবর জানা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, দা নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসি নিউজ থেকে আরও জানা যাচ্ছে, ২০২০ সালের ৭ জুন অ্যাস্ট্রোনট ক্যাথরিন সুলিভান প্রথম নারী হিসেবে চ্যালেঞ্জার ডীপে অবতরণ করেন। একই বছর ১২ জুন দ্বিতীয় নারী হিসেবে ভেনেসা ও’ব্রিয়েন চ্যালেঞ্জার ডীপ জয় করেন (গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, দা নিউ ইয়র্ক টাইমস)।


২০২১ সালের ৫ মার্চ যুক্তরাজ্যের হেমিশ হার্ডিং চ্যালেঞ্জার ডীপে দীর্ঘতম সময় অবস্থান করার বিশ্বরেকর্ড করেন (সূত্র ঃ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড)।

২০২২ সালের ১২ জুলাই প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে ডন রাইট চ্যালেঞ্জার ডীপে অবতরণ করেন (সুত্র ঃ ফোর্বস, সিবিএস নিউজ)।

সুতরাং দেখা যাচ্ছে, ২০১২ সাল পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চে ৩ জন ব্যক্তি যেতে সক্ষম হলেও, পরবর্তীতে একাধিক ব্যক্তি পৃথিবীর এই গভীরতম স্থানে অবতরণ করেছেন। ভাইরাল পোস্টে কেবল ২০১২ সাল পর্যন্ত হিসাব করা হয়েছে, এর পরবর্তী তথ্য হালনাগাদ হয় নি। তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh