ঢাবি শিক্ষার্থী হলি উৎসবে বক্তব্য দেবার কারণে গণধোলাই খেয়েছে – দাবিটি সত্য নয়

Published on: March 31, 2024

যা দাবি করা হয়েছে: রং খেলায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল শিক্ষার্থী নকিব আশরাফ অন্য শিক্ষার্থীদের হাতে গণধোলাই খেয়েছে।

যা পাওয়া যাচ্ছে:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোল উৎসবে রোজা বিষয়ক প্রশ্নের জবাবে গণমাধ্যমে “ALLAH will understand” বলেন একজন শিক্ষার্থী। এই কথাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বর্তমানে ওই শিক্ষার্থীর ছবি এবং ছেড়া গেঞ্জি পরিহিত আহত একজন ব্যক্তির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি অনুসারে ছবিতে যে দুজন ব্যক্তি দেখা যাচ্ছে তারা একই ব্যক্তি। তবে অনুসন্ধানে থেকে জানা যাচ্ছে ভাইরাল ছবিতে দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি রয়েছেন। মূল ঘটনা হলো দোল উৎসবে যে শিক্ষার্থী বক্তব্য রেখেছিলেন তিনি নকিব আশরাফ নন। তাছাড়া ভাইরাল ওই শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের হাতে গণধোলাই খেয়েছেন এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। মূলত নকিব আশরাফ নামে একজন ছাত্রনেতা ২০২৩ সালে গাজীপুরে প্রতিপক্ষের হাতে হামলার শিকার হন। সেদিনের হামলার ছবি বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে। অথচ আলোচিত ছবি এবং দাবি কোনোটিই সঠিক নয়।

গুজবের সূত্রপাত:

“বুয়েটে বাটাম খেলো ইশরাক” ক্যাপশনে আলোচিত ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়। সেখানেও দেখা যায় ছেড়া গেঞ্জি পরিহিত আহত ব্যক্তির পাশে ছবি জোড়া দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ছবি বসানো হয়েছে। দাবি অনুসারে ছবির দুজন ব্যক্তি একই । ব্যক্তিটির নাম ইশরাক। যদিও ছবিতে যাকে আহত অবস্থায় দেখা যাচ্ছে, তিনি নকিব আশরাফ ইশরাক নন। মোহাম্মাদ ইশরাক নামের ব্যক্তির উপরে কোনো হামলা হয়নি। এমন দাবিতে তিনিও অবাক হয়েছেন। অপরদিকে ভাইরাল আরও কিছু পোস্টে ছেড়া গেঞ্জি পরা আহত ব্যক্তিটির পাশে জোড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে ভাইরাল শিক্ষার্থীর ছবি বসানো হয়েছে। এরপর দাবি করা হয়েছে শিক্ষার্থীটির নাম নকিব আশরাফ এবং তিনি গণপিটুনি খেয়েছেন।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে  এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে নকিব আশরাফের পরিচয় জানতে চেষ্টা করে পাওয়া যায়, নকিব আশরাফ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

উল্লেখ্য, সার্চ করে নকিব আশরাফের ফেসবুক একাউন্ট পাওয়া যায়। ফেসবুকে তাকে ঘিরে যা ভাইরাল হয়েছে সে বিষয়টিকে পোস্টের মাধ্যমে গুজব বলে আখ্যায়িত করেন। পোস্টের কমেন্টে তিনি আরও উল্লেখ করেন, ডান পাশের ছবিটা তার। গত বছর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা চলাকালীন সময়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতে হামলার সময়ে তিনি গাড়িতেই মেয়রের প্রটোকলে দাঁড়ানো ছিলেন। তখন হামলাকারীরা তার উপরও আক্রমণ করে। সে সময়ের ছবি এটি।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। যার মাধ্যমে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানতে জানা যায় ২০ মে ২০২৩ তারিখে টঙ্গী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নকিব আশরাফ ছাড়াও আহত হন আরও তিনজন।

২০ মে ২০২৩ তারিখে প্রকাশিত আর একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আলোচিত ছবিটির সন্ধান পাওয়া যায়। এই পোস্টের ক্যাপশন থেকেও জানা যাচ্ছে, উক্ত ব্যক্তির নাম নকিব আশরাফ এবং তিনি সেসময় হামলার শিকার হয়েছিলেন।

এ পর্যায়ে দোল উৎসবে বক্তব্য দিয়ে আলোচিত শিক্ষার্থীর পরিচয় হিসেবে যতটুকু জানা যায় তা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একজন শিক্ষার্থী তিনি।

অর্থাৎ নকিব আশরাফ এবং দোল উৎসবে আলোচিত শিক্ষার্থী দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি।

সুতরাং, তথ্য-উপাত্তের আলোকে ঢাবির দোল উৎসবে বক্তব্য দিয়ে ভাইরাল শিক্ষার্থী গণধোলাইয়ের শিকার দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh