“ভারতের এই বোনদের রক্ষা করুন” – পুরনো ভিডিওটি ভারতের নয়

Published on: February 10, 2022

সম্প্রতি ‘ভারতের এই বোনদের রক্ষা করুন’ এমন শিরোনামে বোরখা পরিহিত মেয়েদের উপর গামলাভর্তি পানি নিক্ষেপ করার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি কমপক্ষে ২০১৯ সালের অর্থাৎ সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয় এটি। ভারতীয় কিছু গণমাধ্যমের কয়েকটি ফ্যাক্টচেক প্রতিবেদন দাবি করছে, ভিডিওটি ভারতের নয় বরং শ্রীলঙ্কার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘র‍্যাগের’ ভিডিও এটি। চলমান “বোরখা বিতর্ক” পরিস্থিতিতে এমন একটি ভিডিও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সক্ষম। তাই ফ্যাক্টওয়াচ, বিভ্রান্তিকর ব্যাখ্যা সংবলিত পুরনো এই ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।

এই ভিডিওসহ এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


প্রায় ত্রিশ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বোরখা পরিহিত কয়েকজন মেয়ে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে তাদের উপর গামলাভর্তি পানি নিক্ষেপ করে এবং মেয়েগুলো দৌড়ে পালায়। উক্ত ভিডিওর বর্ণনা হিসেবে দাবি করা হয়,” হে আল্লাহ আপনি ভারতের এই বোনদের কে রক্ষা করুন জুলুম অত্যাচারি জালিমদের বিচার করেন “। তবে ভিডিওটি ভারতের বলে দাবি করলেও মূলত ভারতের কোথাকার ঘটনাটি এটি সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এবং এই ভিডিওর সূত্র হিসেবেও কোনো নাম পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুকে ভাইরাল ভিডিওটির মান খুব একটা ভালো না হওয়ায় গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনো কার্যকরী ফল পাওয়া যায়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে পুনরায় গুগলে সার্চ করা হলে, ভারতীয় কয়েকটি গণমাধ্যমের ফ্যাক্ট-চেক প্রতিবেদন সামনে আসে। এর মধ্যে “Alt News” নামক একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের ০১ মার্চ ২০১৯ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন অন্যতম।

A ragging incident from Sri Lankan university viral as Hindus in India mistreating Muslim girls” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে “Mohammed Sarjoon” নামে একজন শ্রীলঙ্কান ব্যবহারকারীর তামিল ভাষার একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে বলা হয়, ভিডিওটি ইস্টার্ন ইউনিভার্সিটি অব শ্রীলঙ্কার র‍্যাগিংয়ের ভিডিও এটি। উক্ত ফেসবুক পোস্টটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করে জানা যায়, তিনি এমন র‍্যাগিংয়ের নিন্দা করে উক্ত ফেসবুক পোস্টটি ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে প্রকাশ করেন।

এছাড়াও এমন আরোও কিছু শ্রীলঙ্কান ওয়েবসাইট এবং নেটিজেনদের মাধ্যমে প্রকাশিত এমন ভিডিওর উপর ভিত্তি করে  ‘টাইমস অব ইন্ডিয়া’ ০২ মার্চ ২০১৯ তারিখে আরেকটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে। “FAKE ALERT: Video from Sri Lankan university shared with claims that it’s from India” এমন শিরোনামে এই প্রতিবেদনেও বলা হচ্ছে, ভিডিওটি ইস্টার্ন ইউনিভার্সিটি অব শ্রীলঙ্কার র‍্যাগের ঘটনার।

এর মাধ্যমে একটি বিষয় নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। সম্প্রতি ভারতে চলমান হিজাব বিতর্কের অংশ হিসেবে এমন একটি ভিডিও নতুনভাবে ভাইরাল হয়ে উঠেছে।

সুতরাং, এটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে উক্ত ভিডিওটি কমপক্ষে তিনবছর পুরনো এবং ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী এটি শ্রীলঙ্কার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের র‍্যাগের ভিডিও। কিন্তু চলমান পরিস্থিতিতে এই ভিডিও নতুন করে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই ফ্যাক্টওয়াচ উক্ত বর্ণনাসহ ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply