বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবাদী গান গাইছেন মার্কিন সঙ্গীত শিল্পী?

Published on: December 30, 2023

যা দাবি করা হচ্ছেঃ বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন সঙ্গীত শিল্পীর প্রতিবাদী গান এমন দাবি সংবলিত একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে।

 ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তঃ ভিডিওটি বিকৃত। উক্ত দাবি নিয়ে যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে সেখানে দুইটি বিষয় পরিলক্ষিত হয়। প্রথমত, এর ভিডিও এবং দ্বিতীয়ত এর অডিও। গানের ভিডিওটি ২০১৭ সালে অনুষ্ঠিত ভিনা দেল মার আন্তর্জাতিক গান উৎসবে  পিটার পল সেটেরার গাওয়া একটি গানের দৃশ্য। তবে মূল গান এবং ভাইরাল বাংলা গানটি এক না। বাংলা গানের অডিওটি খুঁজে পাওয়া না গেলেও এটি বোঝা যাচ্ছে যে, পিটার পলের গাওয়া গানের ভিডিওর সাথে এ অডিওটি জুড়ে দেয়া হয়েছে।

গুজবের উৎস:

ফেসবুকে শেয়ারকৃত ভিডিওটি দেখুন এখানে, এখানেএখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে শেয়ারকৃত ভিডিওটির  সত্যতা ও যর্থাথতা যাচাইয়ে কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান শুরু করে। উক্ত ভিডিওটিতে মার্কিন সঙ্গীত শিল্পীর গান গাওয়ার যে অংশটুকু ব্যবহার করা হয়েছে সেটি গুগল রিভার্স ইমেজে সার্চ করা হয়। সেখানে, গত ২৩ আগস্ট ২০১৭ এ “ফেস্টিভালদেভিনাচিলে (FESTIVALDEVINACHILE)” নামক ইউটিউব চ্যানেল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওতে, যে ব্যাক্তির গানের অংশ ব্যবহার করা হয়েছে তিনি অবসরপ্রাপ্ত আমেরিকান সঙ্গীত শিল্পী  পিটার পল সেটেরা। তিনি ১৯৬৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত আমেরিকান রক ব্যান্ড শিকাগোর একজন ফ্রন্টম্যান, কণ্ঠশিল্পী এবং বংশীবাদক ছিলেন। তিনি তার কর্মজীবনে রক ব্যান্ড শিকাগোসহ ১৭টি স্টুডিও অ্যালবাম এবং ৮টি একক অ্যালবামে গান গেয়েছেন। তবে, পিটার পলের বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কিংবা সর্বোপরি বাংলায় কোনো ধরণের গান গাওয়ার তথ্য খুঁজে পাওয়া যায় নি।

উক্ত ভিডিওতে পিটার পল সেটেরার গান গাওয়ার যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, সেটি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নয়। বরং সেটি ২০১৭ সালে অনুষ্ঠিত ভিনা দেল মার আন্তর্জাতিক গান উৎসবে “Hard to Say I’m Sorry” গানটি  গাওয়ার ভিডিও এর দৃশ্য।

ভিডিওটি আরো লক্ষ্য করলে দেখা যায়, পিটার পল যখন গান গাইছেন তখন তার ঠোঁটের নড়াচড়া সাথে গানটি ঠিকমত মিলছে না। তাঁর ঠোঁটের নড়াচড়ার সাথে গান গাওয়ার পার্থক্যটি পরিষ্কার বোঝা যায় ভিডিওতে।

অর্থ্যাৎ, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে,উক্ত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করা হয়েছে। অর্থ্যাৎ, সম্পূর্ণ ভিন্ন একটি গানের ভিডিও এর সাথে বাংলা একটি গান জুড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভাইরাল এই ভিডিওতে যে বাংলা গানের অডিওটি ব্যবহার করা হয়েছে এর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

এছাড়া, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো মার্কিন সঙ্গীত শিল্পীর প্রতিবাদী গান গেয়েছেন কি না সেটি যাচাই করা হলে, এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ খুঁজে পাওয়া যায় নি।

তবে, এটি নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে ভাইরাল ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ভিন্ন একটি গানের ভিডিওতে বাংলা এই গানটি জুড়ে দেওয়া হয়েছে।

তাই ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওটিকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh