সিরাজগঞ্জে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ -পুরনো খবর নতুন করে ভাইরাল

Published on: [13 July,2021]

‘সিরাজগঞ্জে বৌদ্ধ পরিবারের জনের ইসলাম ধর্ম গ্রহণ’ – শিরোনামে একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে ।  সোস্যাল মিডিয়া মনিটরিং সাইট -ক্রাউডট্যাংগল থেকে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে কমপক্ষে অর্ধলক্ষ ফেসবুক ব্যবহারকারী এই খবরে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
তবে,
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি কোনো সাম্প্রতিক খবর নয়। বরং ২০২০ সালের পুরনো একটি খবর।

ভাইরাল খবরের উৎস

খবরটার মূল উৎস চিহ্নিত করা না গেলেও ফেসবুকের বিভিন্ন পেজে এবং গ্রুপে এই খবর এবং ছবি শেয়ার হতে দেখা যাচ্ছে। এমন কয়েকটা খবর দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ,এখানে

যেমন-Abu Taw Haa Muhammad Adnan নামক আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে ১০ই জুলাই সকাল ১১:৩৩ মিনিটে এই সংক্রান্ত খবর শেয়ার করা হয়।

সেখানে মূলত Newslite17 নামক একটি ওয়েব পোর্টালের খবর শেয়ার করা হয়েছিল। খবরটির আর্কাইভড ভার্সন দেখুন এখানে

জুলাই ৯,২০২১ তারিখে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, গতকাল রাতে বৌদ্ধ পরিবারের ৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে।

খবর প্রকাশের তারিখ হতে অনুমান করা যায়, ৮ই জুলাই ২০২১ তারিখে ঐ বৌদ্ধ পরিবার ইসলাম গ্রহণ করেছেন।

প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় মসজিদের এক ইমাম সাহেব তাদের কালেমা পাঠ করান। এর আগে নোটারী পাবলিক মোকাম সিরাজগঞ্জের মাধ্যমে তারা হলফনামায় স্বাক্ষর করেন।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বৌদ্ধ পরিবারের ছবিটা ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেল, ২০২০ সালেই এই পরিবারের খবর এবং ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

যেমন , ২০২০ সালের ৫ই অক্টোবর তারিখে সকাল ১১:৫৮ মিনিটে bdnews24us নামের পোর্টালে সিরাজগঞ্জে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ শিরোনামে খবর প্রকাশিত হয়। এখানে বলা হয়, গতকাল রাতে বৌদ্ধ পরিবারের ৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করে বলে জানা গেছে।

এছাড়া , ২০২০ সালের ৬ই অক্টোবর তারিখে বেশ কয়েকটা ওয়েব পোর্টালে এই খবর প্রকাশিত হয়েছিল। শিরোনাম ছিল, “মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে নেপালী বংশোদ্ভূত ৪ বৌদ্ধের ইসলাম গ্রহণ”। এমন কয়েকটি আর্কাইভড খবর দেখতে পাবেন  এখানে , এখানে , এখানে

এই খবরে বলা হয়েছে, গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বৌদ্ধ পরিবারের এ ৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করে বলে জানা গেছে। জানা যায়, ইসলাম গ্রহণের বিষয়ে তারা ইচ্ছা প্রকাশ করলে স্থানীয় মসজিদের ইমাম তাদের কালেমা পাঠ করান। এর আগে নোটারী পাবলিক মোকাম সিরাজগঞ্জের মাধ্যমে তারা হলফনামায় স্বাক্ষর করেন।

তবে ক্যালেন্ডার থেকে দেখা যাচ্ছে, ২০২০ সালের ৫ই সেপ্টেম্বর ছিল শনিবার , সোমবার নয়। তবে ওই বছরের ৫ই অক্টোবর তারিখ ছিল সোমবার।

এছাড়া ,৬ই অক্টোবর তারিখে প্রকাশিত খবরে “গতকাল” কে ৫ই সেপ্টেম্বর কেন বলা হল, সেটাও বোধগম্য নয়।

সিদ্ধান্ত

সিরাজগঞ্জের বৌদ্ধ পরিবারের ইসলাম গ্রহণের খবরটি মূলধারার কোনো সংবাদপত্রে আসে নি। যেসব অনলাইন পোর্টালে এসেছে সেখানেও তারিখ নিয়ে অস্পষ্টতা দেখা যাচ্ছে। তবে অস্পষ্টতা থাকলেও এটি নিশ্চিত যে, এই ঘটনা কোনোভাবেই ২০২১ সালের নয়। ফলে ফ্যাক্টওয়াচ এই ভাইরাল সংবাদটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply