সাপ চাষে পৃথিবীর সেরা পুরস্কার পাওয়ার ভূয়া দাবি

Published on: July 6, 2022

সম্প্রতি “পটুয়াখালীর রাজ্জাক ভাই সাপ চাষে পেল পৃথিবীর সেরা পুরস্কার” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, সাপ চাষে পুরস্কার পাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে কোনো তথ্য নেই তাছাড়া তিনি কোনো বক্তব্যে এমন দাবি করেন নি।  ইতিমধ্যে অনুমোদনহীন সাপের খামারটি অবৈধ আখ্যায়িত করে সরকার বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে। অবশ্য বন্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং এই ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে সাপ চাষী আব্দুর রাজ্জাককে নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ডেইলি স্টার থেকে প্রকাশিত একটি ইংরেজি প্রতিবেদনে দেখা যায়, সে সময়ে সাপের খামারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। সেখানে খামারটির জন্য পৃথিবীর সেরা পুরস্কার পাওয়ার কোনো তথ্যের উল্লেখ নেই।

৩১ মে ২০২২ তারিখে ডেইলি স্টার থেকে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে জানানো হচ্ছে, রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি প্রতিষ্ঠার ২২ বছর পর বন্ধ হতে যাচ্ছে। সেখানেও এমন কোনো তথ্যের উল্লেখ নেই যে, খামারটি আন্তর্জাতিক কোনো পুরস্কার পেয়েছিল।

সাপের খামারটি নিয়ে চ্যানেল ২৪ থেকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে

উল্লেখ্য, সাপের খামারটি সরকারি অনুমোদন পায় নি। এ কারণে এটিকে অবৈধ আখ্যায়িত করে বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি নিয়ে একাধিক সময় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সেখানে রাজ্জাক বিশ্বাস এ ধরনের কোনো পুরষ্কার পাওয়ার দাবি করেন নি।

সুতরাং এ সকল ক্লিকবেইট ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply