নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুরকে সমর্থন দিয়েছে হেফাজতে ইসলাম?

Published on: January 10, 2022

২৪ ডিসেম্বর ২০২১ তারিখে “নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুরকে সমর্থন দিয়েছে হেফাজতে ইসলাম” শীর্ষক একটি সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়েছে দেশের একাধিক মূলধারার সংবাদমাধ্যম থেকে। মূলত এই তথ্যটি বিভ্রান্তিকর। আসছে ১৬ জানুয়ারি ২০২২ অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুরকে “হেফাজতে ইসলাম বাংলাদেশ” সাংগঠনিক ভাবে সমর্থন জানায়নি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো অবস্থান নেই বলে নিশ্চিত করেছে সংগঠনটি। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

উক্ত শিরোনামে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

গত ২৪ ডিসেম্বর ২০২১ (শুক্রবার) নাসিক (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে কয়েকশ’ কর্মী গিয়ে সমর্থনের ঘোষণা দেন। এর জের ধরে “নাসিক নির্বাচনে তৈমুরকে হেফাজতের সমর্থন” শিরোনামে সংবাদ প্রকাশ করে যুগান্তর, ইনকিলাব, বাংলানিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, আরটিভি সহ আরও বেশ কিছু অনলাইন পোর্টাল।


এর পর ৪ জানুয়ারি ২০২১ তারিখে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো অবস্থান নেই বলে নিশ্চিত করেছে সংগঠনটি। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতের কেউ যদি কারও পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন কিংবা সমর্থন করেন, তাহলে তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের কোনো যোগসূত্র নেই।

মহাসচিব সাজিদুর রহমানকে উল্লেখ করে উক্ত বিবৃতিতে বলা হয়েছে, “হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলামি দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে হেফাজতের আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।“ এই দাবি অনুযায়ী নারায়নগঞ্জ জেলা কমিটির কোনো বৈধ অস্তিত্ব নেই।

জাতীয় বা স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কারো পক্ষে বা বিপক্ষে সমর্থন দেয় না বলেও জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply