শাহরুখ খান কি হাফেজ তাকরিমকে কোটি টাকার বাড়ি উপহার দিয়েছেন?

Published on: October 20, 2022

সৌদি আরবের একটি কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শাহরুখ খান একটি বাড়ি উপহার দিয়েছেন- এমন একটি দাবি ফেসবুকে ভাইরাল হচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, দাবিটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। শাহরুখ খানের অফিসিয়াল কোনো মাধ্যম কিংবা মূলধারার দেশি-বিদেশি গণমাধ্যমে কোথাও এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি স্ক্রিনশটে যে ভিডিওটির কথা বলা হচ্ছে, সেই মূল ভিডিওতেও বাড়ি সংক্রান্ত এমন কোনো দাবির উল্লেখ নেই।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল এসব পোস্টে, “এইমাত্র! বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে কোটি টাকার ১টি বাড়ি উপহার দিলেন শাহরুখ খান (ভিডিও)” শিরোনামে একটি ইউটিউব ভিডিওর স্ক্রিনশট রয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

উক্ত পোস্টের সাথে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে ইউটিউবে অনুসন্ধান করা হলে হুবুহু থাম্বনেইলসহ মূল ভিডিওটি খুঁজে  পাওয়া যায়।

১ মিনিট ৪৯ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে হাফেজ তাকরিমের অর্জন নিয়ে বিভিন্ন মানুষের অভিনন্দন দেয়ার কথা বলা হচ্ছে। ভিডিওটির ৫৫ সেকেন্ডে শাহরুখ খান সম্পর্কে একটি তথ্য দেয়া হয়। সেখানে বলা হয়, শাহরুখ খান তার সামাজিক মাধ্যমে হাফেজ তাকরিমকে অভিন্দন জানিয়ে একটি পোস্ট করেছেন। এছাড়া সম্পূর্ণ ভিডিওতে কোথাও বাড়ি উপহার দেয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে শাহরুখ খানের অফিসিয়াল ইন্সটাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং টুইটার একাউন্টগুলো অনুসন্ধান করে কোথাও এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া বাংলাদেশ কিংবা ভারতের মূলধারার গণমাধ্যমেও হাফেজ তাকরিমকে বাড়ি উপহার দেয়ার কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইউটিউবে এমন আরো দাবি পাওয়া যায়। বাংলাদেশের অভিনেত্রী পূর্ণিমার নামেও একই দাবি দেখতে পাওয়া যায়। এই দাবির পক্ষেও কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

অতএব, বিষয়টি নিশ্চিত যে শাহরুখ খান হাফেজ তাকরিমকে ১ কোটি টাকার বাড়ি দিয়েছেন — এমন দাবিটি  সত্য নয়। উক্ত শিরোনামে যে ইউটিউব ভিডিওটির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে সেই মূল ভিডিওটিতেও বাড়ি উপহারের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া শাহরুখ খানের অফিসিয়াল সামাজিক মাধ্যম কিংবা ভারত ও বাংলাদেশের মূলধারার গণমাধ্যমেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিকে মিথ্যা চিহ্নিত করছে।\

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh