বেইজিং এর ট্রাফিক কন্ট্রোল রুম নয়, এটি মার্কিন টেলিযোগাযোগ কোম্পানির নেটওয়ার্ক সেন্টারের ছবি

Published on: September 11, 2023

সাম্প্রতিক সময়ে ‘Bigyanpoka – বিজ্ঞানপোকা’ নামক ফেসবুক পেইজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ছবিটি চীনের রাজধানী বেইজিং এর ট্রাফিক কন্ট্রোল রুমের ভিতরের একটি দৃশ্য। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, উক্ত ছবিটি বেইজিং এর ট্রাফিক কন্ট্রোল রুমের নয়। বরং, এটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত আমেরিকান টেলিকমিউনিকেশনস কোম্পানি এটিঅ্যান্ডটি (AT&T) এর গ্লোবাল নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (GNOC) এর ভিতরের একটি ছবি। ইন্টারনেট থেকে প্রাপ্ত AT&T এর গ্লোবাল নেটওয়ার্ক অপারেশনস সেন্টার এর বিভিন্ন ছবি এবং ভিডিও এর কল্যাণে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া, বিজ্ঞানপোকা – এর পোস্টের সাথে সংযুক্ত ছবিটিতেও ‘AT&T’ এর একটি লোগো দৃশ্যমান রয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবির যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। এতে আমেরিকান টেলিকমিউনিকেশনস কোম্পানি AT&T এর ২০০৫ সালের একটি বার্ষিক প্রতিবেদন (Annual Report) খুঁজে পাওয়া যায়। এর চতুর্থ পৃষ্ঠায় থাকা একটি ছবির সাথে বিজ্ঞানপোকা নামক ফেসবুক পেইজ থেকে শেয়ারকৃত ছবিটির বেশ মিল রয়েছে। উল্লেখ্য যে, উভয় ছবিতেই AT&T এর একটি লোগো এবং যুক্তরাষ্ট্রের একটি পতাকা দৃশ্যমান রয়েছে। তাছাড়া, বিজ্ঞানপোকা – এর তথ্যের সূত্র হিসেবে পোস্টের সাথে সংযুক্ত কমেন্টে প্রদত্ত Startup Pakistan নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত “This is What The Traffic Control Room Looks Like in Beijing” – শীর্ষক শিরোনামের প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিতেও AT&T এর লোগো এবং যুক্তরাষ্ট্রের পতাকা লক্ষ্য করা গেছে। নিচে প্রদত্ত ছবিতে উক্ত লোগো এবং পতাকার অবস্থান চিহ্নিত করে দেওয়া হলো:

প্রাথমিকভাবে আমরা ধারণা করেছি যে, বিজ্ঞানপোকা – এর ফেসবুক পেইজ থেকে শেয়ারকৃত ছবিটি আমেরিকান টেলিকমিউনিকেশনস কোম্পানি AT&T এর কোন কন্ট্রোল রুমের ছবি। উক্ত ছবিতে দৃশ্যমান রুমটি কোথায় অবস্থিত বা সেটি কি কাজে ব্যবহৃত হয় তা জানতে আমরা আরও অনুসন্ধান করে জানতে পেরেছি যে, এটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত AT&T এর গ্লোবাল নেটওয়ার্ক অপারেশনস সেন্টার এর একটি ছবি। মূলত, AT&T এর সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান এবং ইন্টারনেট সঙ্কটকালীন সময়ে সমস্যা সমাধান এর কাজে এই নেটওয়ার্ক অপারেশনস সেন্টারটি ব্যবহার করা হয়। AT&T এর ওয়েবসাইটে ২৪ অক্টোবর ২০১৪ এ প্রকাশিত একটি ভিডিও এবং অনলাইন ভিডিও প্লাটফর্ম ভিমিওতে (Vimeo) প্রকাশিত একটি ভিডিওতে দৃশ্যমান AT&T গ্লোবাল নেটওয়ার্ক অপারেশনস সেন্টার এর অভ্যন্তরীণ দৃশ্যের সাথে বিজ্ঞানপোকা – এর ফেসবুক পেইজ থেকে শেয়ারকৃত বেইজিং এর একটি ট্রাফিক কন্ট্রোল রুমের ছবি – দাবি সংবলিত ছবিটির বেশ মিল পাওয়া গেছে।

অতএব, বিষয়টি স্পষ্ট যে, AT&T গ্লোবাল নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের পক্ষে চীনের বেইজিং – এর ট্রাফিক কন্ট্রোল রুম হয়ে উঠা সম্ভব নয়। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh