ধ্বংসস্তূপের সামনে রুটি হাতে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের ছবিটি পুরানো

Published on: February 12, 2023

সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে একজন বৃদ্ধের ছবি খুব শেয়ার হতে দেখা গিয়েছে এবং ছবিটিতে দেখা যাচ্ছে তিনি রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছেন। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ১৯৯৯ সালের আগস্ট মাসে তুরস্কে “মারমারা” নামক একটি ভূমিকম্পের পর তোলা হয়েছিলো। অর্থাৎ, ছবিটি প্রায় ২৪ বছরের পুরনো এবং এর সাথে গত ৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্পের কোন সম্পর্ক নেই। কিন্তু সাম্প্রতিক ভূমিকম্পের পর এই ছবিটি প্রচুরভাবে শেয়ার হতে শুরু করায় মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সাম্প্রতিক সময়ে তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রেক্ষাপটে শেয়ারকৃত বৃদ্ধের ছবিটির সত্যতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি ব্যবহার করে টিনআই রিভার্স ইমেজ সার্চ করি এবং বেশকিছু তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনগুলো থেকে আমরা রুটি হাতে নিয়ে ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধের ছবির খোঁজ পাই যার সাথে বর্তমানে শেয়ারকৃত বৃদ্ধের ছবিটির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনগুলো থেকে আমরা জানতে পেরেছি যে ১৯৯৯ সালের আগস্ট মাসে তুরস্কের ইজমিট (Izmit) নামক স্থানে একটি ভয়াবহ ভূমিকম্প হয় যা “মারমারা ভূমিকম্প” নামেও পরিচিত এবং বৃদ্ধের ছবিটি ঐ সময়ই তোলা হয়েছিলো। তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এবং এখানে

এখন প্রশ্ন উঠতে পারে ছবিটি যে পুরনো তার প্রমাণ কি? তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনগুলোর প্রকাশিত হওয়ার তারিখের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে প্রতিবেদনগুলো যথাক্রমে ২০১৭, ২০১৯, এবং ২০২০ সালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ, শেয়ারকৃত ছবিটি কোনভাবেই ২০২৩ সালের নয়।

উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ এ তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে, ১৭ই আগস্ট, ১৯৯৯ এ তুরস্কের ইজমিট নামক স্থানে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় এবং বহুসংখ্যক মানুষ নিহত হয়।

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বৃদ্ধের ছবিটি পুরনো এবং অন্য একটি ভূমিকম্প-পরবর্তী সময়ে তোলা ছবি।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিক “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh