সজীব ওয়াজেদ জয় আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন?

Published on: October 17, 2022 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ছেলে জয় আমেরিকায় গ্রেফতার হয়েছেন। তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় গ্রেপ্তার হবার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিংবা বাংলাদেশি সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রকার তথ্য নেই। এছাড়া ভাইরাল ভিডিওটির মধ্যেও গ্রেপ্তার প্রসঙ্গে সঠিক কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ধরণের ক্যাপশনে প্রকাশিত ভিডিওগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।  

 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সজীব ওয়াজেদ জয়ের গ্রেপ্তারের বিষয়টি ১১ অক্টোবর ২০২২ তারিখে ফেসবুকে ভাইরাল হয়েছে। তারিখটার দিকে লক্ষ রেখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স এবং দি নিউ ইয়ার্কে অনুসন্ধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গ্রেপ্তার হবার সংক্রান্ত কোনো সংবাদ প্রচার হয়েছে কিনা দেখা হয়। তবে সেখানে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশী মূলধারার সংবাদ মাধ্যমেও গ্রেপ্তার সংক্রান্ত কোনো তথ্য নেই।

অতীতে বহুবারই দেখা গেছে, সজীব ওয়াজেদ সংক্রান্ত যে কোনো ইস্যু বিরোধী দলীয় রাজনীতিকদের মধ্যে শোরগোল তোলে এবং তারা বিষয়টি নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিরোধীদলীয় নেতাকর্মীরাও এমন কোনো দাবি করেননি যে, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন।

ভাইরাল ভিডিওটির মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমেরিকা থেকে কেউ একজন তাঁদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় গ্রেপ্তার হয়েছেন। তবে কোথায় এবং ঠিক কোন কারণে জয় গ্রেপ্তার হয়েছেন এ তথ্যটিও ভিডিওটিতে অনুপস্থিত। অর্থাৎ, আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ মাধ্যমে যে সংবাদটি পাওয়া যাচ্ছে না এবং যে ঘটনার জন্য বিরোধীদলীয় নেতাকর্মীরা রাজনৈতিক ফায়দা নিতে পারবে — তারাও এমন কোনো দাবি সাম্প্রতিক কোনো সভা-সমাবেশে এবং সংবাদ সম্মেলনে করছে না। সেক্ষেত্রে ভাইরাল ভিডিওটির দাবির সপক্ষে কোনো সত্যতাই পাওয়া যাচ্ছে না।

যে কারণে এ সকল ক্যাপশন এবং ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh