আঁকা ত্রিমাত্রিক ছবিকে ১৪০০ বছর আগে মৃত সাহাবীর অক্ষত মস্তক দাবি

Published on: December 15, 2022

সৌদি আরবে সংস্কার কাজ চলাকালে ১৪০০ বছর আগে নিহত এক সাহাবীর কবর থেকে অক্ষত মস্তক পাওয়া গেছে – এই দাবিসহএকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি কারবালার একটি মিছিলের ভিডিও। এখানে হযরত ইমাম হোসাইন (রা) এর একটি বড় ছবিকে সাহাবি  হযরত জুহাইর বিন কায়েছ (রা:)  এর মাথা বলে দাবি করা হচ্ছে।

সতর্কীকরণ – এই নিবন্ধে ইমাম হোসাইন (রাঃ) এর ছবি ব্যবহার করা হয়েছে। ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ছবির ব্যাপারে সংবেদনশীল পাঠকদের সতর্কতা কাম্য ।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

সকল ক্ষেত্রেই ভিডিওটির দৈর্ঘ্য ১ মিনিট ৪৩ সেকেন্ড। এসব ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে,

সৌদি আরবে মেশিন দিয়ে সংস্কার কাজ চলাকালে কবর থেকে রাসুল(সা:)এর সাহাবী সাড়ে ১৪শত বছর আগের কবর দেয়া”হযরত জুহাইয়ের বিন কায়েছ”(রা:) এর মাথা মোবারক উঠে আসে এবং মেশিনের আঘাতে মাথা থেকে তাজা রক্ত বের হয়।


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, ২০০৯ সালের ৪ জানুয়ারি তারিখে DeeNaaR নামক ইউটিউব চ্যানেলে ১ মিনিট ৪৩ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

একই ভাবে, ২০০৯ সালের ১২ই মে তারিখে Mujadied Chanel নামক ইউটিউব চ্যানেলে Syiah Ritual paganism শিরোনামে ১ মিনিট ৪৩ সেকেন্ডের এই একই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এই ভিডিওর ক্যাপশনটি ইন্দোনেশিয়ান ভাষায় লেখা। ট্রান্সলেটরের সাহায্যে অন্যবাদ করে দেখা যাচ্ছে, এখানে শিয়া সম্প্রদায়ের কারবালার মিছিলের আচার-অনুষ্ঠানের সমালোচনা করা হয়েছে। বিশেষত ইসলামের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বদের ছবি প্রদর্শনকে মূর্তিপূজার সাথে তুলনা করা হয়েছে।

গবেষক এবং ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ জুম্মা খান এই ভিডিওটি পর্যবেক্ষণ করে জানাচ্ছেন, এখানে যে বিশালাকারের মস্তক এর ছবি দেখা যাচ্ছে , সেটি ইমাম হোসাইন (রা) (জন্ম ৬২৬-মৃত্যু ৬৮০ খৃষ্টাব্দ) এর ছবি । লাল রঙ এর যে রক্ত দেখা যাচ্ছে, সেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে কারবালার স্মরণে তাজিয়া মিছিলে ইমাম হোসাইন ইবনে আলি (রা) এর ছবি বহন করা হয়। যেমন- ২০১৫ সালে তুরস্কের  এই ছবি

ঢাকায় অনুষ্ঠিত কারবালার তাজিয়া মিছিলেও ঘোড়াকে রঙ দিয়ে রক্তাক্ত রূপ দেওয়ার চল রয়েছে।

beda3shiaa একটি ব্লগসাইটে আলোচ্য এই ভিডিওটি পাওয়া গেল। এই নিবন্ধে বলা হয়েছে, কিছু মানুষ মহররম মাসের ১০ তারিখে , ইমাম হুসাইন এর ত্রিমাত্রিক অবয়ব মিছিলে বহন করে, যা বর্শার আগায় ইমাম হুসাইন এর মাথাকে প্রতীকিভাবে উপস্থাপন করে।

kaskus এবং haniifa নামক দুইটা ইন্দোনেশীয় ফোরামেও এই ভিডিওটি নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। এখানে মূলত এই ধরনের অনুষ্ঠানের সমালোচনা করা হয়েছে।

liktak নামের আরেকটি ব্লগসাইটের ২০১০ সালের এই ব্লগেও এই ছবিটা দেখা যাচ্ছে। এখানেও শিয়া আচার-অনুষ্ঠান নিয়ে সমালোচনা করা হয়েছে।

এ সকল আলোচনা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটা সৌদি আরব এর কোনো কবর থেকে পাওয়া কোনো সাহাবীর লাশের অংশ নয়, বরং এটি কারবালার একটি মিছিলের ভিডিও।

ফেসবুকের আলোচ্য ভিডিওতে সৌদি আরবে হযরত জুহাইয়ের বিন কায়েছ (রা:) এর কবর সংস্কারের দাবি করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, সাহাবি জুহাইর ইবনে কায়েস (Zuhayr ibn Qays) এর কবর সৌদি আরবে নয়, বরং লিবিয়ার দার্না (Derna) শহরে অবস্থিত। লিবিয়া হেরাল্ড এর এই সংবাদ থেকে জানা যাচ্ছে, ২০১২ সালের ৯ই জুলাই তারিখে একটি বোমা বিস্ফোরণে জুহাইর ইবন কায়েস এর এই মাজারটা ধ্বংস হয়ে যায়। এদিন খুব ভোরে সাহাবি জুহাইর ইবনে কায়েস এর মাজারে কেউ একজন একটি বোমা রেখে যায়। এই বোমা বিস্ফোরণে মাজারটির অপূরণীয় ক্ষতি হয়।

 ইসলামিক প্লুরালিজম এবং ফ্রি লাইব্রেরি এর এই নিবন্ধগুলো থেকেও একই খবর জানা যাচ্ছে। এখানে ইসলামী উগ্রবাদী গোষ্ঠীগুলোকে এই কাজের জন্য দায়ী করা হয়েছে।

অর্থাৎ, সৌদি আরবে জুহাইর ইবনে কায়েস (রা) এর কবর সংস্কার-সম্পর্কিত তথ্যটি সঠিক নয়।

বিভিন্ন সময়ে দেশে কিংবা দেশের বাইরে পুরনো কোনো কবর থেকে অক্ষত অবস্থায় লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। তবে এ সংক্রান্ত কোনো খবরেরই সত্যতা পাওয়া যায়না। ফ্যাক্টওয়াচে এ ধরনের পুরনো কয়েকটি পোস্ট দেখুন –

 কুষ্টিয়ায় ১৫ বছর পর “অক্ষত” লাশ উদ্ধারের গুজব

৩২ বছর পর কবর থেকে তোলা অক্ষত লাশের ছবি এটি?

দশ বছর নয়, মাত্র তিনদিন আগে মারা যাওয়া ব্যক্তির লাশ – পুরনো ভিডিও

অর্থাৎ, আলোচ্য পোস্টে দাবিকৃত একাধিক তথ্য মিথ্যা প্রমাণিত হচ্ছে। সাহাবি জুহাইর ইবনে কায়েস (রা) এর মাজার সৌদি আরবে নয়, বরং লিবিয়ায় অবস্থিত। তার মাজার থেকে মাথা বা মরদেহের কোনো অংশ অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। ভিডিওতে যে বস্তুকে জুহাইর ইবনে কায়েস (রা) এর মাথা বলে দাবি করা হচ্ছে, অনুসন্ধানে দেখা যাচ্ছে, সেটি হযরত ইমাম হোসাইন (রা) এর বিশালাকারের একটি ছবি।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh