Published on: February 5, 2021
![]() |
Getty Images এর ওয়েবসাইটে প্রায় একইরকম একটি ছবির ক্যাপশনে লেখা আছে “২০১৪ সালের ১২ই এপ্রিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী আইকন অং সান সু চি জার্মানি সফরকালে বার্লিন ওয়াল স্মৃতিসৌধের প্রাচীরের ফাটল ধরে দেখছেন।“
এছাড়া ২০১৯ সালের ৭ই ডিসেম্বরের Phil Robertson নামের একটি টুইটার একাউন্টের টুইটের রিপ্লাইতেও ছবিটি পাওয়া গেছে। ছবিটির মূল উৎস খুঁজে পাওয়া না গেলেও বোঝা যাচ্ছে ছবিটি সাম্প্রতিক নয়।
তথ্যসূত্র
Bangladesh Civilian Force এর ফেসবুক পোস্ট
Getty Images এর ক্যাপশনযুক্ত ছবি
Phil Robertson এর টুইটের রিপ্লাই
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|