বাংলাদেশের ২০০ ভিআইপি পাসপোর্টধারির প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড সরকার?

Published on: December 15, 2021

সম্প্রতি “বাংলাদেশের দুইশত ভিআইপি পাসপোর্টধারির প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড সরকার।“  ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেই ফেসবুক পোস্টে কোনো সূত্রের উল্লেখ নেই। এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনের ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং যুক্তরাজ্যের ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।  

উক্ত ফেসবুক পোস্টটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


উক্ত ফেসবুক পোস্টের ক্যাপশনটি নীচে হুবহু তুলে ধরা হল:

ব্রেকিং নিউজঃ
বাংলাদেশের দুইশত ভিআইপি পাসপোর্টধারির প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড সরকার

অনুসন্ধানে দেখা যায়, এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনের ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং যুক্তরাজ্যের ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে এ বছরের এপ্রিল ও আগস্ট মাসে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ ৫৯টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে সেই তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।


 

যেহেতু এসব ফেসবুক পোস্টে কোনো সূত্রের উল্লেখ নেই, এবং এ বিষয়ে দায়িত্বশীল কোনো সূত্র কিংবা গণমাধ্যমে এরকম কোনো তথ্য পাওয়া যায় নি, তাই ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply