বিজয় দিবস উপলক্ষে নায়াগ্রা জলপ্রপাতে আলোকসজ্জা—ভুয়া খবর

Published on: December 17, 2021

‘বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহান্তে আলোকসজ্জায় সেজেছে কানাডার নায়াগ্রা জলপ্রপাত ‘ – এমন একটি পোস্ট গত ৬ ডিসেম্বর থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যায়, এটি একটি ভুয়া খবর। ডিসেম্বর মাসে লাল-সবুজ ক্রিসমাস লাইটের আদলে সজ্জিত নায়াগ্রা জলপ্রপাতের ছবিকে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সজ্জিত নায়াগ্রার ছবি হিসেবে দাবি করা হচ্ছে।

বিভ্রান্তির উৎস

ফেসবুকে গত ৬ ডিসেম্বর, ২০২১ তারিখ ভোর ৫টা ১৮তে The Bangladesh defense Analyst নামক পেজ থেকে লাল-সবুজ আলোকসজ্জায় সজ্জিত জলপ্রপাতের একটি ছবি ‘Niagra Falls in Canada lit up in honour of Bangladesh’s Victory Day over the weekend’ শিরোনামে সর্বপ্রথম পোস্ট করা হয়। দেশপ্রেমের আবেগসম্বলিত এই পোস্ট কমপক্ষে ৩৯০০ বার শেয়ার করা হয়। ফেসবুক ব্যবহারকারীরা এই পোস্ট শেয়ার করেছেন বিভিন্ন গ্রুপে, প্রোফাইল এবং পেজ থেকে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচ ইন্টারনেট অনুসন্ধান করে এ বছর ডিসেম্বর মাসে অথবা পূর্ববর্তী কোন বছরে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কানাডার নায়াগ্রা জলপ্রপাত আলোকসজ্জিত করার কোনো সংবাদ পায় নি। কোনো কানাডিয়ান মিডিয়া এবং বাংলাদেশের নির্ভরযোগ্য মিডিয়ায় এরকম কোনো খবর প্রকাশিত হয় নি।

এদিকে কানাডিয়ান হাই কমিশন বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংগীতের সাথে কানাডিয়ান ব্যক্তিবর্গের শ্রদ্ধা প্রদর্শনজনিত একটি ভিডিওবার্তা প্রকাশ করা হয়। তবে বিজয় দিবস উপলক্ষে নায়াগ্রা জলপ্রপাত আলোকসজ্জিত করার কোনো তথ্য তাদের অফিশিয়াল পেজ থেকে দেওয়া হয় নি।

উল্লেখ্য, নায়াগ্রা জলপ্রপাত তিনটি জলপ্রপাতের সমন্বয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত বরাবর অবস্থিত। এর মধ্যে সবচেয়ে বড় ‘হর্সশ্যু’ (Horseshoe) জলপ্রপাতটি কানাডার অংশে পড়েছে। ইলিউমিনেশন টাওয়ারে থাকা বিশেষ বাতির সাহায্যে কানাডার অংশটি রাতের বেলা নিয়মিত আলোকিত রাখা হয়।

দর্শনার্থীদের সুবিধার্থে কানাডীয় অংশের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা Niagara Parks-এর ওয়েবসাইটে এই রংবেরঙের নিয়মিত আলোকসজ্জার সময়সূচি পাওয়া যায়। ওপরের আলোকসজ্জার ছবিগুলো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া।

অবশ্য নায়াগ্রা জলপ্রপাত কর্তৃপক্ষ বিশেষ আলোকসজ্জার অনুরোধ গ্রহণ করে। এরকম বিশেষ আলোকসজ্জার সময়সূচি এ বছর ডিসেম্বর মাস থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সেখানে ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কোনো বিশেষ আলোকসজ্জার কথা উল্লেখ নেই। ডিসেম্বরের বিশেষ আলোকসজ্জার উপলক্ষগুলো দেখুন নিচের ছবিতে।

নিউইয়র্ক প্রবাসী সালমান খান নিবিড় ১৬ই ডিসেম্বর ভাইরাল হওয়া এই পোস্টের বিরোধিতা করে লেখেন – এটি বাংলাদেশের সম্মানে লাইট নয়, বরং ক্রিসমাস লাইট। ক্রিসমাসের ঠিক ১২ দিন আগে থেকে টাইম কাউন্ট শুরু হয়, তখন থেকে সব বিল্ডিংসহ সবাই লাইটিং শুরু করে। এটা মূলত আমেরিকান কালচার, সেটা থেকে এখন কানাডা এমন কি ইউরোপের অনেক দেশেও এভাবে ঠিক বারোদিন আগে থেকে লাল সবুজ (যেটি ক্রিসমাস কালার হিসেবে পরিচিত) রঙের বাতি জ্বালানো হয়। এর সাথে বাংলাদেশের কোন সম্পর্ক নেই।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

ডিসেম্বর মাসে লাল-সবুজ ক্রিসমাস লাইটের আদলে সজ্জিত নায়াগ্রা জলপ্রপাতের ছবিকে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সজ্জিত নায়াগ্রার ছবি হিসেবে দাবি করা হচ্ছে। অনুসন্ধানের পর ফ্যাক্টওয়াচ এই দাবির কোনো সত্যতা পায় নি। তাই ফ্যাক্টওয়াচ একে ভুয়া খবর হিসেবে সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply