Published on: [October 10,2021]
![]() |
গুজবের উৎস
৮ই অক্টোবর রাত ১০ টা ৭ মিনিটে ‘Scientific Discuss- বৈজ্ঞানিক আলোচনা’ গ্রুপে জনৈক MD Nafiz Reza Siam এই পোস্ট করেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এটাই এ বিষয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে পুরনো পোস্ট।
পরবর্তী কয়েক ঘন্টায় অনেক ফেসবুক ব্যবহারকারী যাচাই বাছাই না করেই এই পোস্টটি কপি করতে থাকেন। এভাবে দ্রুত সময়ের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। উল্লেখযোগ্য কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টচেক
অনুসন্ধানে দেখা গেল, ৫ টি করে শুক্রবার,শনিবার এবং রবিবার অনেক মাসেই পাওয়া যায়। এর জন্য ৮২৩ বছর অপেক্ষা করার দরকার হয় না, বরং কয়েক মাস পর পরই এমন মাস পাওয়া যায়।
নিকটতম সময়ের মধ্যে এমন কয়েকটি মাস হল-
১। মার্চ ২০১৯
২। মে ২০২০
৩। জানুয়ারি ২০২১
৪। অক্টোবর ২০২১
৫। জুলাই ২০২২
৬। ডিসেম্বর ২০২৩ ইত্যাদি।
ইংরেজি এক বছরে ১২ মাসের মধ্যে ৭ মাসই ৩১ দিন নিয়ে গঠিত। অন্যদিকে , এক সপ্তাহ ৭ দিন নিয়ে
গঠিত। সেক্ষেত্রে, ৩১ দিনের এক মাসে ৪ টি সপ্তাহ পূর্ণ হওয়ার পরেও অতিরিক্ত ৩ দিন থাকে। এই ৩ টা দিন মোট ৭ টা সমাবেশে বিন্যস্ত হতে পারে। ( যেমন- শুক্র-শনি-রবি, শনি-রবি-সোম, রবি-সোম-মঙ্গল, সোম-মঙ্গল-বুধ, মঙ্গল-বুধ-বৃহঃস্পতি , বুধ-বৃহস্পতি-শুক্র এবং বৃহস্পতি-শুক্রি-শনি )
এই ৭ টা ভিন্ন সমাবেশ বিশিষ্ট মাস প্রতি ১ মাস পর পরই ঘুরে ফিরে আসে (জুলাই,আগস্ট এবং ডিসেম্বর-জানুয়ারির ক্ষেত্রে পাশাপাশি মাসেই ৩১ দিন দেখা যায়) । এদের মধ্যে নির্দিষ্ট সমাবেশ ( শক্র-শনি-রবি) বিরল নয়। যেমন- মার্চ ২০১৯ থেকে ডিসেম্বর ২০২৩ , অর্থাৎ এই ৫৭ মাসের মধ্যে এমন বিশেষ মাস পাওয়া যাচ্ছে ৬ টা । গড়ে প্রতি ১০ মাসের মধ্যেই একবার করে পাওয়া যাচ্ছে এমন বিশেষ মাস।
আন্তর্জাতিক ফ্যাক্টচেকারদের অনুসন্ধান
এই গুজবটা অতীতে ভারত, আমেরিকা সহ অন্যান্য দেশেও দেখা গিয়েছিল। এসব দেশের ফ্যাক্টচেকার রাও জানিয়েছে, ৮২৩ বছর পরপর ৫ টি শুক্র, শনি, ও রবিবার দেখতে পাওয়ার গুজবটার কোনো ভিত্তি নেই।
২০১০ সালের আগস্ট মাস এ snopes এ প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে , সেই বছরের আগস্ট মাস নিয়েও অনুরুপ গুজব ছড়িয়েছিল।
২০১৭ সালের ডিসেম্বর মাস নিয়ে অনুরূপ গুজব খন্ডন করেছে লস এঞ্জেলেস টাইমস।
টাইম এন্ড ডেট ডট কমেও ৮২৩ বছরের গুজব খন্ডন করে এই নিবন্ধ প্রকাশিত হয়েছিল।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত
চলতি অক্টোবর মাসে ৫ টি শুক্রবার , ৫ টি শনিবার এবং ৫ টি রবিবার থাকলেও, এটা বিরল কোনো ঘটনা নয়। এমন ঘটনা দেখার জন্য ৮২৩ বছর অপেক্ষা করার দরকার নেই, বরং কয়েক মাস পরপরই এমন মাস পাওয়া যায়। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|