“পররাষ্ট্রমন্ত্রী র‍্যাবের হাতে গ্রেপ্তার”– ভুয়া শিরোনামে জোড়া দেয়া ভিডিও

Published on: August 28, 2022

সম্প্রতি “এই মাত্র কানাডা পালাতে হাতেনাতে ধরা RAB এর কাছে সব শিকার করলো পররাষ্ট্রমন্ত্রী”—এই ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর র‍্যাবের হাতে গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া ভিডিওটি ভিন্ন ভিন্ন ঘটনা জোড়া দিয়ে তৈরি করা হয়েছে, যার সাথে পররাষ্ট্রমন্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর দেয়া অতিরঞ্জিত কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে নানাভাবে সমালোচিত হয়েছে। পরবর্তীতে ইস্যুটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে।

মিথ্যা ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এবং এখানে

উক্ত ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত ভিডিওটি বিভিন্ন সমসাময়িক ঘটনার ফুটেজ জোড়া দিয়ে বানানো। কিছুদিন আগে বিপুল অর্থ লোপাটে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী খবির উদ্দিনের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ উভয়েই পিপলস লিজিংয়ের ঋণ খেলাপি। । আদালত প্রাঙ্গণে বিষয়টি নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফেসবুক লাইভে আসেন। এই ভিডিওটিই “পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার” ইত্যাদি চটকদার ক্যাপশনে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে একাত্তর টিভির প্রতিবেদন দেখুন এখানে

এছাড়া ভাইরাল ভিডিওটিতে দেখানো অন্য ঘটনাটি ইডেন কলেজ ছাত্রলীগের দেয়া একটি সাক্ষাৎকারের অংশবিশেষ।

অর্থাৎ ভিন্ন দুটি ঘটনাকে একত্রিত করে পররাষ্ট্রমন্ত্রীর নামে প্রকাশ করা হয়েছে। শিরোনামে বর্ণিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। গণমাধ্যম এবং মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী মোমেন তাঁর দায়িত্বে বহাল আছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বেশকিছু অপ্রাসঙ্গিক মন্ত্যবের জেরে পররাষ্ট্রমন্ত্রী নিজ দলীয় নেতা ও জনসাধারণের কাছে সমালোচনার মুখে পড়েছেন। যে কারণে পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক বিভিন্ন সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এর বেশিরভাগ দাবি ভিত্তিহীন। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ১৫ আগস্ট পুলিশের লাঠিচার্জ ইত্যাদি সংবাদগুলোকে ইস্যু করে ফেসবুকে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। যেগুলো নিয়ে ফ্যাক্টওয়াচ বিভিন্ন প্রতিবেদন করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh