ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভূয়া বিজ্ঞপ্তি

Published on: March 1, 2023

“মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছয়মাসের বেশি থাকতে পারবেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ।”– এমন শিরোনামে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই তথ্যটি  ফেসবুকে প্রচার হওয়া একটি ভুয়া বিজ্ঞপ্তির অংশ। এ ব্যাপারে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি সতর্কতামূলক বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভুয়া এবং, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ টানা ছয়মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে না পারা শীর্ষক বিজ্ঞপ্তিটি ভুয়া বলে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে ২৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সই করা একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদন গুলো দেখুন এখানে এবং এখানে

পরবর্তিতে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে সতর্কতামূলক বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব জনাব মোঃ মিজানুর রহমানের নাম ও স্বাক্ষর ব্যবহার করে গত ১৩ ফেব্রুয়ারি একটি ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন সংক্রান্ত কোনো আদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা হয় নি। তাই  এ ধরনের প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকা এবং ভুয়া বিজ্ঞপ্তি অনুযায়ী  কোনো কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের এই বিভাগটি।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি একটি ভুয়া বিজ্ঞপ্তিটি আসল মনে করে বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যম “মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছয়মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না” শীর্ষক শিরোনাম ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছিল। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে







তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh