ঢাবি-র ভর্তি পরীক্ষা আগস্টেই হবে – গুজব ছড়াচ্ছে “ডিনস কমিটি”র নামে

Published on: July 6, 2021

সম্প্রতি “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগষ্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা -ঢাবি ডিনস কমিটি” শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। এসব পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটিকে সূত্র হিসেবে ব্যবহার করে দাবি করা হয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা আগামী মাস অর্থাৎ আগস্টে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা আর পেছাবে না। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দাবিটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। ঢাবি ডিনস কমিটি নতুন করে এ রকম কোন সিদ্ধান্ত নেয় নি। এ সকল তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফলে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টগুলোকে ‘মিথ্যা’ চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগষ্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা -ঢাবি ডিনস কমিটি” শীর্ষক পোস্টগুলো দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছিল। পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবার কথা ছিল ৩১ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে। কিন্তু ভর্তি পরীক্ষার তারিখগুলো আর কোনোমতেই পেছানো হবে না – এমন পোস্টে সয়লাব হয়ে যায় ফেসবুক। সেসব পোস্টগুলোতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটিকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব গুজব ভাইরাল হয়ে যাওয়ার প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান Thedailycampus.com নামক অনলাইন পোর্টালটিকে জানিয়েছেন ভর্তি পরীক্ষা নিয়ে ছড়ানো এসব তথ্য সঠিক নয়। তাঁর মতে, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হবে সেটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

 

ডেইলি ক্যাম্পাস ডটকমের উক্ত প্রতিবেদন ছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত নতুন কোন তথ্য বা প্রজ্ঞাপন খুঁজে পাই নি। দেশের মূলধারার কোনো সংবাদমাধ্যম ডিনস কমিটির এমন সিদ্ধান্তের কথা প্রকাশ করে নি। বাংলাদেশে করোনাভাইরাসের চলমান ঢেউ ভয়ংকর বিপর্যয় ডেকে এনেছে। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত গুজবটি সাধারণ মানুষকে ভীষণ বিভ্রান্ত করবে। তারই প্রেক্ষিতে ফ্যাক্টওয়াচ তথ্যটি যাচাই করার সিদ্ধান্ত নেয় এবং উক্ত ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply