“মহানবীকে (সা.) অবমাননা; ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ” – পুরনো খবর

Published on: July 6, 2021

৬ জুলাই ২০২১ তারিখে hdnewslive.com নামক একটি ওয়েব পোর্টাল থেকে “মহানবীকে (সা.) অবমাননা; ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা মূলত একটি পুরনো খবর। গত ৩০ অক্টোবর ২০২০ তারিখে ফরাসী প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাখোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে ফ্রান্স দূতাবাসের সামনে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছিলেন ইতালির মুসলিমরা। এ নিয়ে সে সময় সংবাদ প্রকাশ করেছিল একাধিক সংবাদমাধ্যম। পুরনো এই সংবাদটি সম্প্রতি আবার প্রচার করা হচ্ছে সামাজিকমাধ্যমে।

সম্প্রতি ফেসবুকে পুরনো খবরটি বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



সংবাদটির বিস্তারিত অংশটি ধরে অনুসন্ধান চালিয়ে দেখা যায় এটি গত ৩১ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত “মহানবীকে (সা.) অবমাননা; ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ” শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনদৈনিক আমাদের সময়ের দুটি প্রতিবেদনের সাথে হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ পুরনো এই খবরটি অবিকল কপি করে নতুন করে প্রকাশ করেছে hdnewslive.com নামের ওয়েব পোর্টালটি।


গত ৩০ অক্টোবর ২০২০ (শুক্রবার) ইতালির রোমে ব্যতিক্রমী এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল যেখানে বাঙালি মুসলিম সম্প্রদায়ের প্রায় ৩০০ জন একত্রিত হয়েছিলেন ইতালিতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের কাছে। প্রতিবাদকারীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর তারা সেখানে আজান দিয়ে জু’মার নামাজ আদায় করেন।

যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয় নিয়ে প্রকাশিত পুরনো সংবাদ, তাই তার নতুন করে প্রচারিত হওয়ার ধরনে বহু মানুষ বিভ্রান্ত হতে পারেন। ফ্যাক্টওয়াচ তাই এটিকে সামনে আনা জরুরি মনে করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply