মাশরাফির মুখের ওপর পাপনের মুখ বসিয়ে বিকৃত সেলফি 

Published on: July 16, 2023

সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখা যাচ্ছে যেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-কে প্রধানমন্ত্রী, তামিম ইকবাল  এবং তার স্ত্রীর সাথে সেল্ফি তুলতে দেখা যাচ্ছে। কিন্তু গুগল ইমেজ সার্চ করলে ভাইরাল হওয়া ছবিটি বিকৃত বলে জানা যায়। মুলত মাশরাফি প্রধানমন্ত্রী এবং তামিম ইকবাল দম্পতির সাথে সেই সেলফি তুলেছিলেন। ভাইরাল ছবিতে মাশরাফির মুখের ওপর নাজমুল হাসান পাপনের মুখ বসিয়ে দেয়ায় ফ্যাক্ট ওয়াচ উক্ত ছবিকে বিকৃত বলে সাব্যস্ত করেছে।

 এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচ এর অনুসন্ধান: 

অনুসন্ধান করার পর উক্ত পোস্টে বিসিবি সভাপতি পাপন এর তোলা সেলফিটি বিকৃত বলে ফ্যাক্টওয়াচ জানতে পারে। উক্ত ছবিতে মাশরাফি বিন মর্তুজার চেহারার উপর পাপন এর মুখ বসানো হয়েছে। মূল ছবি টি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার নিজ ফেসবুক পেজ পোস্ট করেছেন। 

 

আরও উল্লেখ্য যে  ,উক্ত ছবিটি তোলার সময় বিসিবি সভাপতি পাপন ও গণভবন এ উপস্থিত ছিলেন এবং তিনি পাঞ্জাবি পরিহিত অবস্থায় ছিলেন যা মাশরাফি বিন মর্তুজার একই সাথে পোস্ট করা ছবিগুলোর মাঝে খুঁজে পাওয়া যায়।

মূল ছবির ক্যাপশন হিসেবে এক লাইনের একটি ভূয়া উদ্ধৃতি পাপনের নামে প্রচার করা হচ্ছে, যার কোনো প্রমাণ মূলধারার গণমাধ্যমে পাওয়া যায় নি। এটি মূলত স্যাটায়ার আকারেই ছড়ানো হচ্ছে বলে ধারণা করা যায়। কিন্তু সাথের ছবিটি বিকৃত হওয়ায় একটা বিভ্রান্তি তৈরি হয়। সঙ্গত কারণে উক্ত ছবিটিকে ফ্যাক্টওয়াচ ‘’বিকৃত’’ হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh