“ভোট না দিলেও নৌকা জিতে যাবে” – আরাফাত বলেছেন এ কথা?

Published on: July 16, 2023

সম্প্রতি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, আরাফাত বলেছেন যে, ভোট না দিলেও নৌকা এমনি জিতে যাবে। অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আরাফাতের মূল বক্তব্যের একটি খন্ডাংশ। মূল ভিডিওতে দেখা যায়, আরাফাত বলছেন যে, “নৌকা তো এমনি জিতে যাবে এই চিন্তা আমরা করবো না, এই চিন্তা করা যাবে না”। অর্থ্যাৎ, মূল বক্তব্য থেকে নির্দিষ্ট একটি অংশ নিয়ে এমন একটি ভিডিও তৈরি করা হয়েছে যেখানে মূল বক্তব্যের বিকৃতি ঘটেছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই ভিডিওটি বিভ্রান্তিকর।

এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে সেখানে “BAYANNO.TV” নামে একটি লোগো দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এই লোগো এবং ভিডিও থেকে পাওয়া বিভিন্ন কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করলে ইউটিউবে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ১০ জুলাই, ২০২৩ এ ‘বায়ান্ন টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশিত হয়। “আমি ভোট না দিলেও নৌকা জিতে যাবে : মোহাম্মদ এ আরাফাত | Dhaka-17 | Mohammad A Arafat“- শিরোনামে প্রকাশিত এই ভিডিওতে ভাইরাল বক্তব্যের উক্ত অংশটি খুঁজে পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যায়, ভিডিওর শুরুতে মোহাম্মদ এ আরাফাত বলেছেন, “চারিদিকে নৌকার ভোট; নৌকা তো এমনি জিতে যাবে। আমি ভোট না দিলেও জিতে যাবে, আজকে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমি কিন্তু ঘরের লোক, আমি আওয়ামীলীগের লোক , আমি আপনাদের লোক, আমি আপনাদের হয়ে কাজ করবো”।

মূলত ভিডিওর এই অংশটুকুই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝা যায় যে, উপরের অংশটুকু তার মূল বক্তব্যের এডিট করা একটি অংশ মাত্র। মূল ভিডিওর ১ মিনিট ২৩ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৫ সেকেন্ড এই অংশটুকু লক্ষ্য করলে দেখা যাবে, আরাফাত বলেছেন, “যত মানুষ ভোট দিতে আসবে নৌকা তত বেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আমরা যদি ভাবি আমার ডানে নৌকার ভোট, বামে নৌকার ভোট, সামনে নৌকার ভোট, পিছে নৌকার ভোট, চারিদিকে নৌকার ভোট; নৌকা তো এমনি জিতে যাবে। আমি ভোট না দিলেও জিতে যাবে, এই চিন্তা আমরা করতে পারবো না, এই চিন্তা করা যাবে না।”

অর্থ্যাৎ, মূল বক্তব্য থেকে বাকি অংশ কেটে দেয়ায় তার বক্তব্যের মূলভাব পরিবর্তিত হয়ে ঠিক বিপরীত একটি বক্তব্য তৈরি হয়েছে। মনে হচ্ছে তিনি ভোটের জন্য জনগণকে নিরুৎসাহিত করছেন। কিন্তু মূল বক্তব্যে সবাইকে ভোট দেয়ার উদ্দেশ্যে তিনি বলেন, পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ভোট দিতে যেতে হবে।

এমনকি বায়ান্ন টিভির শিরোনামটিও বিভ্রান্তিকর। সেখানে আরাফতকে উদ্ধৃত করে তার বক্তব্যের খন্ডাংশ দিয়ে এমনভাবে শিরোনামটি লিখা হয়েছে যার মাধ্যমে মূল বক্তব্যের ঠিক বিপরীত একটি বক্তব্য তৈরি হয়েছে।

এমন ভিডিওর প্রেক্ষিতে সাধারণ নেটিজেনদের মন্তব্য পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, তাদের অনেকেই ভাইরাল বক্তব্যের এই অংশটিকেই তার মূল বক্তব্য ভেবে বিভ্রান্ত হচ্ছেন। এমন কিছু কমেন্ট দেখুনঃ


এছাড়া মোহাম্মদ এ আরাফাতের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকেও এই ভিডিওর বিপরীতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তার মূল বক্তব্যকে কিভাবে পাল্টে দেয়া হয়েছে সেটি উল্লেখ করে ক্যাপশনে বলা হয়, “আমার বক্তব্য এডিট করে স্বাধীনতা বিরোধী রাজাকার শাবকগোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমি নাকি বলেছি, ‘আপনি ভোট না দিলেও নৌকা জিতে যাবে।’ অথচ আমি যা বলেছি তা একেবারেই এর উল্টো। অর্থাৎ, আমি বলেছি আপনি ভোট না দিলে যদি ভাবেন নৌকা জিতে যাবে, তা ঠিক নয়, আপনাকে ভোট দিতে যেতে হবে, তাহলেই নৌকা জিতবে।।'”।

উল্লেখ্য, চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা- ১৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই, ২০২৩ এ। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফতের নির্বাচনী প্রচারণার ভিডিও এটি।

অতএব পরিষ্কার বুঝা যাচ্ছে যে, মোহাম্মদ এ আরাফাতের মূল বক্তব্যের একটি খন্ডাংশের উপর ভিত্তি করে ভিডিওটি ভুল বার্তাসহ ছড়িয়ে পড়ছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই ভিডিওগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করা হচ্ছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh