বোতল-গ্লাসসহ তারেক রহমানের ছবিটি বিকৃত

Published on: October 17, 2023

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনের টেবিলে গ্লাসসহ একটি মদের বোতল দেখা যাচ্ছে — এমন একটি ছবি পাওয়া গেছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক আবু রূশদ লন্ডনে তারেক রহমানের সাক্ষাৎকারের একটি ছবি গত ৮ অক্টোবর তার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছিলেন। সে ছবি থেকে শুধুমাত্র তারেক রহমানের ছবির অংশটি নিয়ে তার সামনের টেবিলের চায়ের পট ও কাপের ছবি এডিট করে মদের বোতল-গ্লাসের ছবি বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

গত ১৩ অক্টোবর Bangla News Point নামক একটি ফেসবুক পেইজ থেকে তারেক রহমানের উক্ত ছবিসম্বলিত পোস্ট শেয়ার করা হয়। পোস্টটি এ পর্যন্ত অন্তত ৪৬ বার শেয়ার করা হয়েছে।

একই ছবিযুক্ত পোস্ট দেখুন এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ছবিটির মূল উৎস সন্ধান করতে গিয়ে গত ৮ অক্টোবর ফেসবুকে সাংবাদিক আবু রূশদ কর্তৃক নিজ ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত লন্ডনে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎকারের একটি ছবি পাওয়া যায়।

 

গুজব পোস্টের ছবির স্থান, পরনের পোশাক, ব্যাকগ্রাউন্ড ইত্যাদির সাথে মূল ছবি মিলিয়ে দেখা যাচ্ছে দুটো ছবি আসলে একই ছবি। তবে গুজব পোস্টে আবু রূশদের অংশটি কেটে দেওয়া হয়েছে, এবং তারেক রহমানের সামনের টেবিলে মদের গ্লাস ও বোতল। কিন্তু মূল ছবিতে দেখা যাচ্ছে উভয়ের সামনের টেবিলে শুধুমাত্র চায়ের পট ও কাপ রয়েছে, মদের বোতল জাতীয় কিছুর অস্তিস্ত্ব নেই।

মূল ছবি থেকে স্পষ্ট যে, তারেক রহমানের সামনের টেবিলের চায়ের কাপ ও পটের জায়গায় সম্পাদিত করে মদের বোতল বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh