‘অ্যাপল মক্কা’ নামে কি নিউইয়র্কে কোনো মদের দোকান বানানো হচ্ছে?

Published on: March 22, 2022

“আমেরিকার নিউইয়র্ক সিটিতে তৈরি হচ্ছে শহরের সবচেয়ে বড় মদের দোকান যার নাম দেওয়া হচ্ছে আ্যাপল মক্কা” এমন শিরোনামে সম্প্রতি একটি ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, মূল ছবিটি ২০০৬ সালে নিউইয়র্কের ফিফথ এভিনিউতে অবস্থিত নির্মাণাধীন একটি আ্যাপল স্টোরের। স্থাপনাটির নাম “আ্যাপল ফিফথ এভিনিউ” এবং এর সাথে মদের দোকান কিংবা মক্কার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ এইসব ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে। 

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

উক্ত ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

আমেরিকার নিউইয়র্ক সিটিতে তৈরী হচ্ছে

শহরের সবচেয়ে বড় মদ এর দোকান (বার) যার

নাম দেওয়া হচ্ছে

আ্যপল মক্কা, দু:খের বিষয় হলো সেই বিল্ডিং এর ডিজাইন

করা হচ্ছে

গোটা মুসলিম বিশ্বের ক্বিবলা, পবিত্র ক্বাবা

শরীফ এর মতই, ( নাউযুবিল্লাহ ), এ

ঘটনা নিয়ে পৃথিবীর

সকল সামাজিক যোগাযোগ

মাধ্যমগুলোতে তিব্র ক্ষোভ ও বিতর্ক

চলছে, আমি একজন মুসলমান হিসেবে

এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

#কপি_পোষ্ট

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুকে ভাইরাল ছবির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে জানা যায়, প্রায় ২০০৯ সাল থেকেই “কাবা/মক্কা বার” দাবিতে এমন একটি ছবি বিভিন্ন ওয়েবাসাইটে প্রকাশিত হচ্ছে। এমন দাবির বিপরীতে “Gulam-e-Mustafa” নামক ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। “The truth of Kaaba/Mecca bar of New York: Apple Store of Fifth Avenue, bar or Apple Mecca or Apple Store” শিরোনামে ০২ নভেম্বর ২০০৯ এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে “Shekyermami” নামক ওয়েবসাইটের বরাতে একটি ছবি দেখতে পাওয়া যায়। সেসময় এই ছবিটিকে “মক্কা বার” কিংবা “কাবা বার” আখ্যা দিয়ে এক ধরনের গুজব ছড়ানো হয়। কিন্তু এই প্রতিবেদনে বলা হয় ছবিটি মূলত নিউইয়র্কে অবস্থিত একটি আ্যাপল স্টোরের। সম্প্রতি এই ছবিটিই মদের দোকান দাবিতে বাংলাদেশে ভাইরাল হচ্ছে।

মূলত উপরোক্ত এই ছবিটিকেই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করে “ক্রস” চিহ্ন এঁকে দেওয়া হয়।

প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে পুনরায় অনুসন্ধানে জানা যায়, এই স্টোরের নাম আ্যাপল ফিফথ এভিনিউ। এটি একটি ইলেকট্রনিকস স্টোর যার মালিক টেক কোম্পানি আ্যাপল। নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ফিফথ এভিনিউতে এর অবস্থান। বলিন চাইনস্কি জ্যাকসন ২০০৬ সালে এর নকশা করেন।

স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে

লক্ষ্য করলে দেখা যাচ্ছে, স্থাপনাটি সম্পূর্ণভাবে কাঁচে ঘেরা। নির্মাণকালে এই কাঁচঘেরা স্থাপনাটিই কালো কিছু দিয়ে ঢাকা ছিলো যার ফলে এটি দেখতে কাবাঘরের মত মনে হতে পারে। সম্ভবত এ কারণেই এমন একটি গুজব ছড়িয়ে থাকতে পারে। নিচের ছবিটি দেখলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। 

এছাড়াও আ্যাপলের এই স্টোরের ইতিহাস জানতে “Apple Explained” প্রকাশিত ২০১৯ সালের এই ভিডিওটি দেখতে পারেন। 

সেসময়ে নির্মাণাধীন এই স্থাপনার আরো কিছু ছবি দেখুন এখানে, এখানে এবং এখানে

অতএব, পরিষ্কার বুঝা যাচ্ছে ভাইরাল ছবিটি কাবা শরীফ-সদৃশ কোনো মদের দোকানের নয়। টেক-কোম্পানি আ্যাপলের একটি দোকানের ছবি এটি। যা ২০০৬ সালে নির্মিত হয়। সেসময়কার নির্মাণাধীন দোকানের ছবিই বর্তমানে ভাইরাল হচ্ছে। তাই এমন পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply