“ধর্ষককে ধর্ষণের জায়গায় এনে ক্রসফায়ার করে র‌্যাব” –দুই বছর আগের সংবাদ

Published on: March 21, 2022

সম্প্রতি “টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা। ধর্ষককে ধর্ষণের জায়গায় এনে ক্রসফায়ার করে র‍্যাব। র‍্যাবকে অভিনন্দন” ক্যাপশনে একটি পোস্ট ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, পোস্টটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২২শে মে ২০২০ সালের পুরনো একটি নিউজকেই নতুন করে শেয়ার করা হচ্ছে। তৎকালীন সময়ে ঘটনাটি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হবার কারণে সাধারণ ব্যবহারকারীরা ঘটনাটি সাম্প্রতিক সময়ের ভেবে  বিভ্রান্ত হচ্ছে । যথার্থ কারণে ফ্যাক্টওয়াচ এমন ফেসবুক পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিতকরেছে।

 

গুজবের উৎস

২৩মে ২০২০ সালে Rasel Mirja একাউন্ট থেকে “টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা। ধর্ষককে ধর্ষণের জায়গায় এনে ক্রসফায়ার করে র‍্যাব। র‍্যাবকে অভিনন্দন” ক্যাপশনে র‍্যাবের ছবিসহ পোস্টটি করা হয়। পরবর্তীতে Rasel Mirja একাউন্ট কে উৎস করে মূহুর্তেই পোস্টটি প্রচুর শেয়ার হতে থাকে।

এমন আরো কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

পোস্ট থেকে নেওয়া কিছু বিভ্রান্তিকর স্ক্রিনশট দেখুন নিচেই।


 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায় একাধিক মূলধারার সংবাদমাধ্যম মে , ২০২০ সালে এ সংক্রান্ত অনেকগুলো প্রতিবেদন করেছে। Jamuna TV থেকে প্রকাশিত এমন একটি প্রতিবেদন দেখুন।

২২ মে ২০২০ সালে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, “ গাজীপুর টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় রাত ১২টার দিকে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শিশু ধর্ষণ ও হত্যার মূল আসামি আবু সুফিয়ান(২২) নামের একজন নিহত হয়েছেন। এসময় তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করে র‍্যাব। গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেল গেইট এলাকার একটি ময়লার স্তূপ থেকে চাঁদনী (৭) নামে প্রথম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করার অভিযোগে নিলয় (১৫) নামের একজনকে গ্রেফতার করেছিল র‍্যাব। নিলয়ের দেয়া তথ্য মতে রাত ১২ টার দিকে মধুমিতা রেল লাইন এলাকায় অভিযানের সময় ক্রসফায়ারে নিহত হয় মূল আসামি আবু সুফিয়ান।

একই ঘটনার উপরে ২২মে ২০২০ সালে সময় টিভির করা আরও একটি প্রতিবেদন দেখুন।

পরবর্তীতে ৪ জুন ২০২০ সালে প্রথমআলো ঘটনাটির উপরে  বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।

ফ্যাক্টওয়াচ বিভিন্ন কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২২মে ২০২০ রাতে ধারণকৃত একটি লাইভ ভিডিও খুঁজে পায়। ভিডিওটি দেখুন এখানে

ভিডিওটিতে দেখা যায় উচ্ছ্বসিত জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবকে সাধুবাদ জানাচ্ছে। ভিডিওটির সঞ্চালক জানাচ্ছে  শিশু ধর্ষণের আসামিকে কিছু সময় আগে ক্রসফায়ার করেছে র‍্যাব।  ভিডিওটিতে র‍্যাবের একজন কর্মকর্তাকেও বন্ধুকযুদ্ধের  বিবৃতি দিতে দেখা গেছে। এছাড়া পোস্টটিতে ব্যবহৃত র‍্যাবের ছবিটির উৎস ফ্যাক্টওয়াচ খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, র‍্যাবের ধারাবাহিক কোনো অভিযান পরিচালনার সময়ের ছবিটি উক্ত পোস্টের সাথে ব্যবহার করা হয়েছে। বিস্তারিত অনুসন্ধান করে দেখা যায় ২০২১ সালেও পোস্টটি একই ক্যাপশনে ভাইরাল হয়েছিল।

দেখুন এখানে, এবং এখানে

সুতরাং ২২মে ২০২০ সালে গাজীপুর টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় রাত ১২টার দিকে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শিশু ধর্ষণ ও হত্যার মূল আসামি আবু সুফিয়ান(২২) নামের একজন নিহত হওয়ার পুরনো সংবাদটিকেই নতুন করে ভাইরাল করা হয়েছে। সম্প্রতি কোনো ধর্ষণের আসামিকে ধর্ষণের স্থানে র‍্যাব ক্রসফায়ার করেনি।

সঙ্গত কারণেই পুরনো এই সংবাদটি নতুন করে ভাইরাল করে সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করার কারণে ফ্যাক্টওয়াচ পোস্টটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply