“অপু বিশ্বাস ভারতে সম্মাননা পাচ্ছেন” – পুরানো খবর নতুন করে ভাইরাল

Published on: November 4, 2021

সম্প্রতি “অপু বিশ্বাস ভারতে সম্মাননা পাচ্ছেন” শিরোনামে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে কয়েকটি অনলাইন পোর্টালে। অনুসন্ধানে দেখা যায় খবরটি ৩ বছরের পুরানো। তারিখ উল্লেখ ছাড়া খবরটি পুনরায় প্রকাশ করায় এটি সাম্প্রতিক ঘটনা হিসাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।  

সাম্প্রতিক ভাইরাল হওয়া সংবাদগুলো জাগোনিউজের সংবাদ থেকে কপি করা হয়েছে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


ভারতের হায়দ্রাবাদে ২০১৮  সালের ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় একটি চলচ্চিত্র উৎসব।  ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’ শীর্ষক সেই  উৎসবে  বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস ছিলেন বিশেষ দূত এবং তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে জাগোনিউজ এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। পড়ুন এখানে।


জাগো নিউজে প্রকাশিত সংবাদটিতে অপু বিশ্বাস বলেছিলেন, “অল্প সময়ের ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হবার স্বীকৃতি হিসেবে আমাকে বিশেষ সম্মাননা দিচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’। তারা আমাকে উৎসবের জন্য বাংলাদেশের দূতও নির্বাচিত করেছে। আমি সত্যিই আপ্লুত এই সম্মানে।“

এ বিষয়ে দ্য ডেইলি স্টার এবং একুশে টিভি’রও দুটি প্রতিবেদন রয়েছে। পড়ুন এখানে এবং এখানে।

অপু বিশ্বাসের ফেসবুক পেজে ৮ ডিসেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে “তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব-আয়না ২০১৮” নামেদেখুন এখানে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ছবিটি প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply