উত্তর প্রদেশের জানাযার ভিডিওকে ত্রিপুরায় মুসলমানদের বিক্ষোভ মিছিল বলে প্রচার

Published on: November 2, 2021

সম্প্রতি “#ত্রিপুরা_চুরাইবাড়ীতে ধর্মপ্রাণ মুসলমানদের বিশাল বিক্ষোভ মিছিল।..” শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ত্রিপুরার নয়। ভারতের উত্তর প্রদেশের হযরত আব্দুল হামিদ মোহাম্মদ সালিমউল কাদরির জানাযার ভিডিও এটি। দেশটির মূলধারার কিছু গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তাই ভুল শিরোনামে প্রকাশিত এই ভিডিওকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

গত অক্টোবর মাস থেকে বিভিন্ন সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

৩০ সেকেন্ডের ভিডিওটিতে মুসল্লীদের বিশাল একটি জমায়েত দেখা যাচ্ছে। সেখানে “পীর সেলিম জিন্দাবাদ” এবং “লা ইলাহা ইল্লাল্লাহ” এমন দুইটি স্লোগান শুনতে পাওয়া যায়। ভিডিওর শিরোনামে দাবি করা হয়, এটি ত্রিপুরার চুরাইবাড়িতে ধর্মপ্রাণ মুসলমানদের একটি বিক্ষোভ মিছিল।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভিডিওর একটি দৃশ্যের স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে “Old video from UP falsely viral as huge protest by Muslims in Tripura” শিরোনামে “altnews.in” এর একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে “india.com” এর বরাত দিয়ে দাবি করা হয় ভিডিওটি উত্তর প্রদেশের “আব্দুল হামিদ মোহাম্মদ সালিমউল কাদরি” নামের একজন “ধর্মীয় নেতার” জানাযার।  উল্লেখ্য, হযরত আব্দুল হামিদ মোহাম্মদ সালিমউল কাদরি গত ০৯ মে ২০২১ তারিখ রবিবার মৃত্যুবরণ করেন

“India.com” এর প্রতিবেদনটি পড়ুন এখানে

এছাড়াও এই প্রতিবেদনে “India Today” এর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল থেকে ১০ মে ২০২১ তারিখে প্রকাশিত একটি ভিডিওর উল্লেখ আছে। “Uttar Pradesh: Thousands Flout Covid Norms In Budaun For Funeral Procession Of Religious Leader” শিরোনামের এই ভিডিও প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় নেতার এই জানাযায় হাজারো লোকের সমাগম কভিড-১৯ এর বিধিনিষেধ ব্যহত করেছে।  এই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সাথে বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওর হুবুহু মিল পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ত্রিপুরায় বিক্ষোভ মিছিলের নাম দিয়ে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি মূলত উত্তর প্রদেশের Badaun এলাকায় ধারণকৃত। তাই ফ্যাক্টওয়াচ, ভুল শিরোনামে ভাইরাল এই ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply