আজারবাইজানের বিচ্ছিন্নতাবাদী নেতাকে ইসরায়েলি কমান্ডার দাবি

Published on: October 15, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে, ফিলিস্তিনি পুলিশের হাতে আটক হয়েছেন একজন ইসরায়েলি কমান্ডার, যার কথামত ফিলিস্তিনে ইসরায়েল হামলা চালাতো। তবে, অনুসন্ধান করে দেখা গেছে যে, উক্ত ভিডিওতে যে ব্যক্তিকে ইসরায়েলি কমান্ডার বলে দাবি করা হচ্ছে তিনি আদতে আজারবাইজানের কারাবাখ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ পরিচালনার দায়ে গ্রেফতারকৃত “Arayik Harutyunyan” নামক একজন ব্যক্তি। আজারবাইজানের স্টেট সিকিউরিটি সার্ভিস বা “DTX” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাই, সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

Image: Example of the viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে যে দাবিটি করা হচ্ছে তার যথাযথতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ভিডিওটির উৎস অনুসন্ধান করা হয়৷ অনুসন্ধানে তুরস্কের সংবাদমাধ্যম Anadolu Ajansi কর্তৃক গত ৫ অক্টোবর ২০২৩ এ প্রকাশিত “Azerbaijan confirms arrest of former head of Karabakh separatists” – শীর্ষক শিরোনামের একটি সংবাদ পাওয়া গেছে যেখানে বলা হয়েছে, আজারবাইজানের কারাবাখ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদ পরিচালনার দায়ে Arayik Harutyunyan নামক একজন বিচ্ছিন্নতাবাদীকে গ্রেফতার করেছে আজারবাইজানের স্টেট সিকিউরিটি সার্ভিস। উক্ত সংবাদে ব্যবহৃত Arayik Harutyunyan নামক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসার পর তোলা ছবিটির সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটির বেশ মিল রয়েছে। তাছাড়া, ihlas News Agency, Tert.am, Unews Press Agency কর্তৃক প্রকাশিত বেশকিছু সংবাদে Arayik Harutyunyan নামক ব্যক্তির গ্রেফতার সংক্রান্ত ছবি খুঁজে পাওয়া গেছে, যেগুলোর সাথে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটির মিল রয়েছে। উক্ত সংবাদগুলো থেকে জানা গেছে যে, Arayik Harutyunyan নামক এই কারাবাখ নেতার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, পূর্বপরিকল্পিত হত্যা, সন্ত্রাসবাদে অর্থায়ন, অপরাধী দল সংগঠন প্রভৃতি অভিযোগ আনা হয়েছে।

Image: Excerpt from the Anadolu Ajansi’s news article

 

এছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে যে দুজন মিলিটারি ইউনিফর্ম পরিহিত এবং সাজসরঞ্জাম সজ্জিত ব্যক্তিকে দেখা যাচ্ছে তাদের বুকের ভেস্টে DTX লেখাটি লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে DTX হচ্ছে আজারবাইজানের স্টেট সিকিউরিটি সার্ভিস, যাদেরকে আজারবাইজানের ভাষায় “Dövlət Təhlükəsizlik Xidməti” বলা হয়। পরবর্তীতে, অনুসন্ধান করে আজারবাইজানের স্টেট সিকিউরিটি সার্ভিস বা DTX এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে  “Arayik Harutyunyan was brought to criminal responsibility” – শীর্ষক একটি ভিডিও পাওয়া গেছে। উক্ত ভিডিওটির দুই মিনিট পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিট ৩০ সেকেন্ডের মাঝে যে দৃশ্যগুলো দেখা গেছে তার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির হুবহু মিল রয়েছে। DTX এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে Arayik Harutyunyan এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এখানে উল্লেখ্য যে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সামজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিলো, যেখানে দাবি করা হচ্ছিলো উক্ত ভিডিওতে দৃশ্যমান গ্রেফতারকৃত ব্যক্তিরা ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় সদস্য। তবে, ফ্যাক্টওয়াচ উক্ত দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, ঐ ব্যক্তিরা ইসরায়েলের কেউ নন। বরং, তারা আজারবাইজানের বিচ্ছিন্নতাবাদী নেতা, যারা বিচ্ছিন্নতাবাদের অভিযোগে দেশটির স্টেট সিকিউরিটি সার্ভিসের হাতে গত ৩ অক্টেবর ২০২৩ এ আটক হয়েছেন। 

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে যাকে ফিলিস্তিনি পুলিশের হাতে ধৃত ইসরায়েলি কমান্ডার বলে দাবি করা হচ্ছে তিনি আসলে আজারবাইজানের স্টেট সিকিউরিটি সার্ভিসের হাতে আটক একজন বিচ্ছিন্নতাবাদী নেতা।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও এর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh