বরিশালে আওয়ামীলীগ এমপিকে হত্যা – মিথ্যা শিরোনামে ভিডিও ভাইরাল

Published on: June 30, 2023

‘এইমাত্র বরিশালে আওয়ামীলীগ এমপিকে হত্যা’ – শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বরিশালের ভোলার সেই এমপিকে হত্যা করা হয় নি, বরং স্থানীয় একজন ইউপি চেয়ারম্যান ভিডিওকলে অন্য একজন ব্যক্তির সঙ্গে কথা বলা সময় সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন। এই ঘটনায় সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। ভিডিওতে সঠিক সংবাদ পরিবেশন করা হলেও এহেন শিরোনামের কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টের শিরোনামকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

 বিভ্রান্তির উৎস

২০ জুন ২০২৩ তারিখ Series Bangla নামক ফেসবুক পেইজ থেকে উক্ত শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয়। এটি এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ বার শেয়ার করা হয়েছে।


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

মূল ভিডিওটিতে শিরোনামের প্রাসঙ্গিক সংবাদ পরিবেশনে বলা হচ্ছে – “ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকির অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। রবিবার (১৮ জুন) আদালতে মামলাটি করেন জেলার দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের। তিনি মামলার বিবরণে নিজেকে ওই এমপির একজন রাজনৈতিক কর্মী হিসেবেও উল্লেখ করেছেন।”

উক্ত সংবাদ পরিবেশনের সময় নিচের ছবিটি প্রদর্শন করা হয়।

এখান থেকে কি-ওয়ার্ড ধরে অনলাইনে সন্ধান করা হলে হুবহু বাক্যে এবং একই ছবিতে ১৯ জুন বাংলা ট্রিবিউন থেকে প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভোলার এমপি আলী আজম মুকুলকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার কর্তৃক হত্যার হুমকি প্রদান সংক্রান্ত একটি ভিডিও ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকে উপজেলা জুড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে উপজেলা ছাত্রলীগ সভাপতি বাদী হয়ে আলাউদ্দিন সরদারকে আসামি করে  একটি মামলা করেন বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি।

বাংলা ট্রিবিউন ছাড়াও অন্যান্য কাগজেও সংশ্লিষ্ট সংবাদ পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে হত্যার হুমকির ভিডিও প্রকাশের পর ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ সংক্রান্ত আজকের পত্রিকার রিপোর্ট দেখুন এখানে, যায় যায় দিনের রিপোর্ট দেখুন এখানে, সমকালের রিপোর্ট দেখুন এখানে, যুগান্তরের রিপোর্ট দেখুন এখানে

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের সম্পর্কিত ইত্তেফাকের রিপোর্ট দেখুন এখানে, ঢাকা টাইমসের রিপোর্ট দেখুন এখানে

 

 

পরবর্তীতে ফেসবুকে সন্ধান করে ভোলার এমপি মুকুলকে উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক হত্যার হুমকি প্রদান সংক্রান্ত আলোচিত  ভিডিওটি পাওয়া যাচ্ছে (দেখুন এখানে, এখানে)। ভিডিওতে সেই চেয়ারম্যানকে এমপিকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিতে দেখা যায়।

তবে উক্ত ভিডিওর শিরোনামে এমপিকে হত্যার হুমকিতে মামলা দায়ের এমনটি না বলে এমপিকে হত্যা করা হয়েছে বলে শিরোনাম দেওয়ায় এই পোস্টের শিরোনামকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh