কাঁচামরিচের দাম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে ভাইরাল হওয়া উক্তিটি মিথ্যা

Published on: July 4, 2023

ফেসবুকে সম্প্রতি অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডি ডট কম কর্তৃক প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিবেদনের ছবি ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে প্রতিবেদনটি রাইজিং বিডি ডট কমে পাওয়া যায় নি। এছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যটিও রাইজিং বিডি ডট কম বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। রাইজিং বিডি ডট কম ইতোমধ্যে এ ছবিকে তাদের নাম ব্যবহার করে মিথ্যা প্রচারণা দাবি করেছে। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

 

গুজবের উৎস 

ফেসবুকে জুলাই থেকে ছবিটি পাওয়া যাচ্ছে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

ফটো স্টিকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য পাওয়া যাচ্ছে তা হলযত সময় বসে কাঁচামরিচের দামের স্ট্যাটাস দেন ততো সময় ছাদের টবে একটা মরিচ গাছ লাগালে দৈনন্দিনের চাহিদা মিটে যেতো। গাছ না লাগালে তো ৭০০ টাকা কেজি হবেই।

রাইজিং বিডি ডট কমের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে সাম্প্রতিক এবং পুরোনো সংবাদ সন্ধান করে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায় নি। এদিকে রাইজিং বিডি ডট কমের ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে এমন কোনো প্রতিবেদন তারা করেনি, তাদের নামে ছড়ানো প্রতিবেদনের ছবিটি নকল মিথ্যা প্রচারণা।

 

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সত্যতা জানতে মূলধারার সংবাদমাধ্যমে সন্ধান করা হলে এমন কিছু পাওয়া যায় নি। বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থাবাংলাদেশ সংবাদ সংস্থা‘ (বাসস) – এর ওয়েবসাইটেও প্রধানমন্ত্রী জাতীয় মন্তব্য করেছেন এমন কোনো সংবাদ পাওয়া যায় নি।

 

তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফটো স্টিকারটির দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh